ইদের সকালে কার্যত নজিরবিহীন নমাজ পাঠের ছবি দেখল কলকাতা। খোলা মাঠে পুরুষদের সঙ্গে দল বেঁধে নামাজ পড়লেন মুসলিম মহিলারা। এই প্রথম এত দিন বাড়িতে নানি বা মায়ের নেতৃত্বে বাড়িতে ইদের নমাজ পড়া হয়েছে। এই বার শহরের একাধিক জায়গায় খোলা মাঠে দল বেঁধে নমাজ পড়েছেন মুসলিম মহিলারা।
মোমিনপুরের হুসেন শাহ পার্কের মাঠের একাংশে এবং নিউটাউন-কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের হল ঘরে এ বার প্রথম ইদের নমাজে যোগ দিয়েছিলেন মেয়েরা। প্রথা ভেঙে প্রথমবার খোলা মাঠে নমাজ পড়ে খুশি মহিলারা। স্টফটওয়্যার ইঞ্জিনিয়ার সোফিয়া কাজির কথায়,'আমাদের দেশে বেশির ভাগ মসজিদে পরিকাঠামোর অভাব। না হলে মেয়েরা নানা জায়গা এই সুযোগ পেতেন।'
নমাজ পড়ার জায়গা না থাকায় নিউ টাউনের মুসলিম বাসিন্দারা এর আগে গ্রাম বা কলকাতার কোনও মসজিদে নমাজ পড়তে যেতেন। এবার তাঁদের জন্য নমজ পড়ার ব্যবস্থা করছিলেন পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউ টাউনের কমিউনিটি হলে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। পুরুষের পাশাপাশি মেয়েরাও সমান ভাবে নমাজ পড়েছেন। একই প্রাঙ্গণে নামাজ পড়া হলেও মাঝে ছিল পর্দার বিভাজন রেখা। ইমামসাহেব মাইকে পুরুষ, মহিলা সবাইকে এক সঙ্গে নামাজ পড়িয়েছেন। দাবি মেনে বাংলাতেই নমাজের আগের খুতবা বা উপদেশমূলক বক্তৃতা করছেন। পরিবারকে সঙ্গে নিয়ে নমাজ পড়ায় ইদের খুশি আরও দ্বিগুণ হয়েছে জানিয়েছেন এক নমাজি।
তবে নিউটাইনে নমাজের দিন ছবিটা ছিল অন্য রকম। এখানে উৎসব প্রকৃত অর্থে হয়েছিল সবার। সিমাই, শরবত ও মিষ্টি মুখে আনন্দ ভাগ করে নিয়েছিলেন মুসলিম ও অমুসলিম সবাই।