বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাসভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীকে চিঠি দিল বাসমালিক সংগঠন, কোন যুক্তি আছে?‌

বাসভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীকে চিঠি দিল বাসমালিক সংগঠন, কোন যুক্তি আছে?‌

বেসরকারি বাস। প্রতীকী ছবি (সৌজন্যে ফেসবুক)।

গত কয়েক বছরে জ্বালানির দাম বেড়েছে। লিটার পিছু ৩০ টাকা বেড়ে গিয়েছে। পুলিশ জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে। বিশেষ ক্ষেত্রে আবার ৮০০ টাকার জরিমানা ৫ হাজার টাকা হয়ে গিয়েছে। এমনকী একটি বাসের দূষণ সংক্রান্ত ছাড়পত্র আনতে গেলে খরচ করতে হয় ৫–১০ হাজার টাকা। তাই বাস ভাড়া বাড়ানোই একমাত্র পথ।

সময় যত এগোচ্ছে তত আতঙ্কের প্রহর গুণছেন বাস মালিক সংগঠন। কারণ কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস আর রাস্তায় নামানো যাবে না। এই আবহে এবার বাসভাড়া বৃদ্ধির দাবিতে সরব হল বাস মালিকদের সংগঠন। বাস ভাড়া বাড়লে তার ভরসায় নতুন বাস নামানো যাবে। আর পেট্রপণ্যের দাম এখন অনেকটা বেশি। তাই বাসভাড়া বৃদ্ধির পক্ষে তাঁরা সওয়াল করছেন। আর এই বাসভাড়া বৃদ্ধির দাবি তুলে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহনকে এবার চিঠি দিল বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসেস। ২০১৮ সালে শেষবার এক টাকা বাসভাড়া বাড়ানো হয়েছিল।

এদিকে ২০১৮ সালের পর থেকে বেসরকারি বাসভাড়া বাড়ানো হয়নি। তার মধ্যে এখানে ঘটেছিল ভয়াবহ করোনাভাইরাস। তাই মানুষের উপর আর্থিক বোঝা চাপুক চায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু বাস মালিকদের যুক্তি, করোনাভাইরাসের জেরে বেসরকারি পরিবহণ পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। আর বেড়েছে বাস চালানোর খরচ। তাই পরিবহণ দফতরকে চিঠি দিয়ে বাসভাড়া বৃদ্ধির দাবি করেছেন তাঁরা। চিঠিতে তাঁরা মন্ত্রীকে লিখেছেন, বেসরকারি বাস পরিবহণের খরচ কয়েক বছরে মারাত্মক বেড়েছে। সবমিলিয়ে খরচ বার্ষিক প্রায় ১৭ লক্ষ টাকা। তাই বাসভাড়া না বৃদ্ধি করলে বাস রাস্তায় নামানো সম্ভব নয়।

আরও পড়ুন:‌ রানাঘাট দক্ষিণ বিধানসভা জিততে মেন্টরের দায়িত্বে তৃণমূল সাংসদ, কে করবেন বাজিমাত?

অন্যদিকে বাসভাড়া বৃদ্ধি করলে বাস চালানো কিছুটা সহজ হবে। আর্থিক বোঝা কিছুটা সুরাহা হবে বলে চিঠিতে লিখেছেন বাসমালিক সংগঠনের কর্তারা। এখন কলকাতা ও শহরতলি মিলিয়ে ৪২০০ বেসরকারি বাস চলাচল করে। আগামী অগস্ট মাসের ১ তারিখ থেকে ১৫ বছরের ঊর্ধ্বে থাকা বাসগুলি বাতিলের তালিকায় চলে যাবে। এটাই কলকাতা হাইকোর্টের রায়। তাই এখন চাপে রয়েছেন বাস মালিকরা। এই ঘটনা ঘটলে কলকাতা শহরে চোখের নিমেষে অনেক বেসরকারি বাস কমে যাবে। এই পরিস্থিতিতে যদি বাসভাড়া বৃদ্ধি করা না হয় তাহলে বেসরকারি পরিবহণ পরিষেবা ভেঙে পড়বে বলেই মনে করেন বাস মালিকরা।

গত কয়েক বছরে জ্বালানির দাম বেড়েছে। লিটার পিছু ৩০ টাকা বেড়ে গিয়েছে। পুলিশ জরিমানা ১০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হয়েছে। বিশেষ ক্ষেত্রে আবার ৮০০ টাকার জরিমানা ৫ হাজার টাকা হয়ে গিয়েছে। এমনকী একটি বাসের দূষণ সংক্রান্ত ছাড়পত্র (‌পলিউশন সার্টিফিকেট)‌ আনতে গেলে খরচ করতে হয় ৫–১০ হাজার টাকা। তাই বাস ভাড়া বাড়ানোই একমাত্র পথ বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাস মালিকদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, এবার বাস ভাড়া বৃদ্ধি না হলে তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন। বাসমালিক সংগঠনের সাধারণ সম্পাদক টিটো সাহা এখন পরিবহণ দফতরের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন।

বাংলার মুখ খবর

Latest News

সকাত চৌথ ২০২৫ কখন থেকে পড়ছে? চন্দ্রোদয়ের সময় দেখে নিন ইসরোর তৃতীয় লঞ্চ প্যাড তৈরিতে অনুমোদন দিল মোদী মন্ত্রিসভা, খরচ কত হবে? টিমের জন্য ১০টি শৃঙ্খলা নীতি প্রকাশ করল BCCI, নিয়ম ভাঙলেই শাস্তি দেবে বোর্ড বমি করে প্রযোজকের কমোড ভেঙে ফেলেন স্বস্তিকা! স্মৃতি হাতড়ে বললেন, ‘উত্তেজনায়…’ ‘১৫১ পাতা থেকে পড়া শুরু করলে…’ কুণালের নিশানায় কি ‘তিনি’ই? সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন তৈরি হয় নি ‘দোস্তানা ২’? কী বললেন জুহি? মুক্তি পেতে না পেতেই টিভিতে সম্প্রচার গেম চেঞ্জার! ক্ষুব্ধ প্রযোজক Australian Open 2025: চার ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে মেদভেদেভকে হারালেন লার্নার আগে জেহর ঘরে ঢুকে তাকে বন্দি বানানোর চেষ্টা করে আততায়ী? চায় ১ কোটি মুক্তিপণ? শুক্র হতে চলেছেন উত্তরমার্গী! বৃষ, তুলা সহ বহু রাশির কেরিয়ারে বিপুল উন্নতি

IPL 2025 News in Bangla

ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.