বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ফিটনেস সার্টিফিকেট ছাড়া বাস চালানো যাবে না, 'লোকসানে চলছে বাস', সরব মালিকরা

ফিটনেস সার্টিফিকেট ছাড়া বাস চালানো যাবে না, 'লোকসানে চলছে বাস', সরব মালিকরা

সিএফ ছাড়া বাস চলবে না, অর্থের অভাবে রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, প্রতিবাদ বাস মালিকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু, সেই হারে ভাড়া বৃদ্ধি পায়নি। যার ফলে লোকসানে চলছে বাস।

ডোরিনা ক্রসিংয়ে মিনি বাস দুর্ঘটনার পরেই বেসরকারি বাস মালিকদের উদ্দেশ্যে কথা দিয়েছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহনমন্ত্রী কাছে নির্দেশ পাওয়ার পরেই শহরের রাস্তায় সিএফ ছাড়া চলা বাসগুলিকে ধরপাকড় শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে সরব হয়েছেন বেসরকারি বাস মালিকরা।

সোমবার থেকে ধরপাকড় চালানোর পর এই ৪৫টি বাসকে আটক করে কলকাতা ট্রাফিক পুলিশ। যার মধ্যে বেশকিছু বাসের যেমন ফিটনেস সার্টিফিকেট ছিল না তেমনি, অনেক বাসের বীমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বাস মালিকদের সংগঠনের দাবি, লকডাউনের পর থেকেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু, সেই হারে ভাড়া বৃদ্ধি পায়নি। যার ফলে লোকসানে চলছে বাস। তার ওপর চালক কর্মীদের বেতনও দিতে হয় তাদের। এই অবস্থায় তাদের পক্ষে নিয়মিত বাসের রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়।

সাধারণত নিয়ম অনুযায়ী নতুন বাস মিনিবাস বা অন্যান্য গাড়ি ক্ষেত্রে প্রথম আট বছরে দু'বার ফিটনেস সার্টিফিকেট নিতে হয় এরপর প্রতিবছর ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হয়। বাস মিনিবাস এর ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বাবদ খরচ ৮৪০ টাকা। তবে বাস মালিকদের দাবি শুধু মাত্র ৮৪০ টাকায় নয়, তারও বেশি খরচ হয়ে যায় অনেক সময়। এর কারণ হিসেবে তারা জানিয়েছেন, ফিটনেস সার্টিফিকেট পাওয়ার জন্য পরীক্ষার সময় অনেক যন্ত্রাংশ, টায়ার প্রভৃতি মেরামত করার প্রয়োজন হয়ে পড়ে। তার জন্য আরও অনেক টাকা খরচ হয়ে যায়।

এই অবস্থায় টাকার অভাবে বাসের রক্ষণাবেক্ষণ ঠিকমতো সম্ভব নয় বলে দাবি করেছেন বেসরকারি বাস মালিকরা। সিটি সাবার্বান বাস সার্ভিস-এর সাধারণ সম্পাদক টিটু সাহা, ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই দাবি করেছেন।

বাংলার মুখ খবর

Latest News

১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের ‘ওর বাবা…..’, পরিবার তুলে 'মার্ক্সবাদী' কমলাকে আক্রমণ ট্রাম্পের! উড়ে এল পাটকেলও ‘ছেলেকে MBBSএ ভর্তি করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস’ কেমোথেরাপির মধ্যেই মিউকোসাইটিস-এ আক্রান্ত হিনা খান, কী এই রোগ ভেজা কাক, ত্রিপলে মাথা ঢাকা ডাক্তারদের! আরজি কর নিয়ে কীভাবে করবেন সাহায্য, জানুন ‘আমি ভেবেছিলাম, তোমাকে ফোন করব!’ কিংয়ের মুখে অভিষেক-বন্দনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.