বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ফিটনেস সার্টিফিকেট ছাড়া বাস চালানো যাবে না, 'লোকসানে চলছে বাস', সরব মালিকরা

ফিটনেস সার্টিফিকেট ছাড়া বাস চালানো যাবে না, 'লোকসানে চলছে বাস', সরব মালিকরা

সিএফ ছাড়া বাস চলবে না, অর্থের অভাবে রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, প্রতিবাদ বাস মালিকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু, সেই হারে ভাড়া বৃদ্ধি পায়নি। যার ফলে লোকসানে চলছে বাস।

ডোরিনা ক্রসিংয়ে মিনি বাস দুর্ঘটনার পরেই বেসরকারি বাস মালিকদের উদ্দেশ্যে কথা দিয়েছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহনমন্ত্রী কাছে নির্দেশ পাওয়ার পরেই শহরের রাস্তায় সিএফ ছাড়া চলা বাসগুলিকে ধরপাকড় শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এর প্রতিবাদে সরব হয়েছেন বেসরকারি বাস মালিকরা।

সোমবার থেকে ধরপাকড় চালানোর পর এই ৪৫টি বাসকে আটক করে কলকাতা ট্রাফিক পুলিশ। যার মধ্যে বেশকিছু বাসের যেমন ফিটনেস সার্টিফিকেট ছিল না তেমনি, অনেক বাসের বীমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বাস মালিকদের সংগঠনের দাবি, লকডাউনের পর থেকেই জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু, সেই হারে ভাড়া বৃদ্ধি পায়নি। যার ফলে লোকসানে চলছে বাস। তার ওপর চালক কর্মীদের বেতনও দিতে হয় তাদের। এই অবস্থায় তাদের পক্ষে নিয়মিত বাসের রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়।

সাধারণত নিয়ম অনুযায়ী নতুন বাস মিনিবাস বা অন্যান্য গাড়ি ক্ষেত্রে প্রথম আট বছরে দু'বার ফিটনেস সার্টিফিকেট নিতে হয় এরপর প্রতিবছর ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হয়। বাস মিনিবাস এর ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বাবদ খরচ ৮৪০ টাকা। তবে বাস মালিকদের দাবি শুধু মাত্র ৮৪০ টাকায় নয়, তারও বেশি খরচ হয়ে যায় অনেক সময়। এর কারণ হিসেবে তারা জানিয়েছেন, ফিটনেস সার্টিফিকেট পাওয়ার জন্য পরীক্ষার সময় অনেক যন্ত্রাংশ, টায়ার প্রভৃতি মেরামত করার প্রয়োজন হয়ে পড়ে। তার জন্য আরও অনেক টাকা খরচ হয়ে যায়।

এই অবস্থায় টাকার অভাবে বাসের রক্ষণাবেক্ষণ ঠিকমতো সম্ভব নয় বলে দাবি করেছেন বেসরকারি বাস মালিকরা। সিটি সাবার্বান বাস সার্ভিস-এর সাধারণ সম্পাদক টিটু সাহা, ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই দাবি করেছেন।

বাংলার মুখ খবর

Latest News

চাকরির আশায় ফের পরাগকে বিয়ে শিমুলের! কার কাছে কইয়ের গল্পে বিরক্ত দর্শক Summer Hair Care: বিকট চুলকোচ্ছে মাথা! চুলকানি কমাবে এই ঘরোয়া উপায়গুলো প্রচারে বেরিয়ে ইসকন মন্দিরে কীর্তনে অংশ নিলেন অভিজিৎ গাঙ্গুলি, বাজালেন খঞ্জনিও নিতম্বের খাঁজ দেখিয়ে ছবি পোস্ট অভয়ের! ‘ক্যামেরা গর্ভবতী হয়ে যাবে’, বললেন নেটিজেন পাকিস্তানে ঝাঁপ বন্ধ করল চিনের সংস্থা, ২০০০জনকে ছাঁটাই, জঙ্গি হামলার জের! পুলকিতের মাকে শ্রদ্ধা জানিয়ে বিয়েতে গোলাপি লেহেঙ্গায় কৃতি! নেপথ্যে বিশেষ কারণ সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.