বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতার রাজপথ থেকে ৫৬৫টি বাসের হদিশ নেই, বেকায়দায় পড়ছেন নিত্যযাত্রীরা

কলকাতার রাজপথ থেকে ৫৬৫টি বাসের হদিশ নেই, বেকায়দায় পড়ছেন নিত্যযাত্রীরা

কলকাতায় বেসরকারি বাস।

বিকল্প পথ তৈরি করা হয়েছে। তা হল—বেসরকারি বাস মালিকদের লিজে সরকারি বাস চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এটা করতে পরিবহণ দফতরকে কিছু অর্থ দিয়ে বাস চালানো যাবে। সেক্ষেত্রে ওইসব বাসের রক্ষণাবেক্ষণ করতে হবে যাঁরা লিজ নেবেন। কিন্তু খুব লাভ হচ্ছে না বলে বেসরকারি বাস পরিবহণের কর্তারা জানিয়েছেন।

উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা এসব রয়েছে। তার মধ্যেই দুর্ভোগ বেড়েছে শহরের নিত্যযাত্রীদের। দুর্গাপুজো মিটতেই পাঁচশোর বেশি বাসের হদিশ মিলছে না রাজপথে। বাস মালিকরাও যেমন চাপে পড়েছেন কলকাতায় তেমন বড় সঙ্কটে পড়েছে গণপরিবহণ ব্যবস্থা। পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেইসব বাস আর রাস্তায় নামানো যাবে না। সেই নির্দেশ এবার কার্যকর হচ্ছে। দুর্গাপুজোর পর বেসরকারি প্রায় ৫৬৫টি যাত্রীবাহী বাস বসিয়ে দেওয়া হয়েছে। আর তাই অফিস ফেরার সময় সন্ধ্যায় খালি হয়ে থাকছে রাস্তা। বাস না পেয়ে নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা।

পুরনো বাসের কালো ধোঁয়া বাতাসে মিশে দূষণের সৃষ্টি করছে। এই অভিযোগ তুলে পরিবেশকর্মী সুভাষ দত্ত মামলা করেন। ২০০৯ সালের ওই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ১৫ বছরের বেশি পুরনো হয়ে যাওয়া বাস কলকাতা শহর তথা কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) এলাকায় চালানো যাবে না। শহরের পরিবেশ রক্ষার জন্যই এই নির্দেশ দেওয়া হয়। তখন থেকেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। ১ অগস্ট থেকে তা কার্যকর হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে কিনা সে বিষয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এখনও কিছু জানাননি।

আরও পড়ুন:‌ একসপ্তাহের মধ্যে সরিয়ে ফেলতে হবে টিএমসিপি’‌র অফিস, নির্দেশ আরজি কর কর্তৃপক্ষের

পরিবহণ দফতর সূত্রে খবর, করোনাভাইরাসের সময়ও কলকাতায় বেসরকারি বাস চলত ৪ হাজার ৮৪০টি। তারপর বহু বাস বসেও যায়। এখন চলাচল করে ৩ হাজার ৬১৫টি বাস। মিনিবাসের সংখ্যা ছিল ২ হাজার ৬৪টি। সেই সংখ্যাটা কমে ১,৪৯৮টি হয়েছে। তারপর আরও ৫৬৫টি বাস বসেছে। এই বিষয়ে সিটি সাব–আর্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‌প্রশাসন সদর্থক ভূমিকা নিলে যাত্রীরাও উপকৃত হবেন। বহু বাস মালিক বুঝতে পারছেন না এখন কী করা উচিত। তাঁদের বাস পুলিশ রেখে দিচ্ছে বলে অভিযোগ।’‌

তবে বিকল্প একটা পথ তৈরি করা হয়েছে। তা হল—বেসরকারি বাস মালিকদের লিজের ভিত্তিতে সরকারি বাস চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এটা করতে পরিবহণ দফতরকে কিছু অর্থ দিয়ে বাস চালানো যাবে। সেক্ষেত্রে ওইসব বাসের রক্ষণাবেক্ষণ করতে হবে যাঁরা লিজ নেবেন। কিন্তু তাতেও খুব লাভ হচ্ছে না বলেই বেসরকারি বাস পরিবহণের কর্তারা জানিয়েছেন। আর পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, ‘‌১৫ বছর পরও অনেক বাসের ইঞ্জিন ভাল থাকে। সেগুলি দেখা হবে। নিয়ম হওয়া উচিত, যাতে ১৫ বছর পার করার পর পরীক্ষা করা হয়। বাসটির অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।’‌

বাংলার মুখ খবর

Latest News

ডেটিং, বিয়ে এবং ডিভোর্স... ‘ফ্ল্যাশ ম্যারেজ’ করে ৩৫ লক্ষ টাকা কামালেন মহিলা! ডায়েটে এই ১ বদল করেই ৪ মাসে কমেছে ৮ কেজি, মহিলার রোগা হওয়ার সহজ উপায় ‘ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম’… IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং SA vs SL 2nd Test: ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা! ছিটকে গেলেন কোয়েটজি, দলে মাফাকা ‘কেউ আপোস করলে তাঁর চাকরি আগে খাবো’, কোন ইস্যুতে মমতার বার্তা প্রশাসনকে? বাংলায় বললেও শুনতে হবে হিন্দিতে! আগ্রাসন এবার সংসদ টিভিতে! দাবি TMC এমপির ভক্তের সঙ্গে লড়াইয়ে হার মানলেন রোনাল্ডো! হাতছাড়া ১ মিলিয়ন ডলার… জিতলেন ভক্ত ‘তুই সত্যি বাপের ব্যাটা…’, ডবল রোলে দেব, যিশুর ধামাকা! রইল খাদানের প্রি-ট্রেলার কাটছাঁট অনেক, ফের উচ্চমাধ্যমিকের সিলেবাস পালটে গেল! কবে প্রকাশ করবে সংসদ?

IPL 2025 News in Bangla

IPL 2025-এ PBKS যেন মিনি অস্ট্রেলিয়া! ম্যাক্সওয়েলদের কেনার কারণ বললেন পন্টিং প্রায় ২৪ কোটির বেঙ্কটেশ নন, IPL 2025-এর ক্যাপ্টেন ঠিক করে ফেলল KKR! হটসিটে কে? যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে! প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে ম্যাচ জিতে বললেন রোহিত ‘তুমি চিরকাল আমাদের পকেট ডায়নামো থাকবে’ SRH-এ যাওয়া ইশানকে বার্তা MIএর হার্দিকের ১৩ কোটি পার্স নিয়েও ৯ কোটি পর্যন্ত বিড! CSKতে মুগ্ধ দীপক চাহার! মাহিকেও ধন্যবাদ… দেশের হয়ে মাঠে নামার পরের দিনই T10 লিগে গজনফর, খেলছেন একই সঙ্গে ২টি টুর্নামেন্ট সচিন-রোহিত-কোহলি নন, বৈভবের আদর্শ এক বিদেশি তারকা,যিনি অবসর নেন তাঁর জন্মের আগেই মুম্বইতে থেকেছেন রোহিত! চেন্নাইতে ফিরছেন অশ্বিন! কোন দলে কত ভূমিপুত্র? KKR-এ কত? ভারতীয় ব্যাটাররাই রাজস্থানের ভরসা! বোলিংয়ে অতিরিক্ত বিদেশি নির্ভরতা! কেমন RR দল? ওয়ার্নার-মার্শের পরিবর্তে রাহুল-ব্রুক! দলে স্টার্ক-মুকেশ…কেমন হল দিল্লি দল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.