বাসে উঠে দেখলেন, পকেটে খুচরো নেই। কনডাক্টরের দিকে 'বড় নোট' এগিয়ে দিতেই তিনি বিরক্ত! তবে আপনারও অন্য আর উপায় নেই। অবশ্য এবার থেকে আর এই বিড়ম্বায় পড়তে হবে না সরকারি বাসের যাত্রীদের। রিপোর্ট অনুযায়ী, এবার থেকে ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমেই সরকারি বাসের টিকিট কাটা যাবে। শুক্রবার পরিবহন দফতরের ময়দান তাঁবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি এই অ্যাপ ব্যবহার করেই ফেরি সার্ভিসেরও টিকিট কাটা যাবে বলে দানা গিয়েছে। আপাতত এসি ৩৯, এসি ৫০এ, এসি ৩৭এ, ভি১, এস১০, এস ২৩এ, এসি ২, এসি ৪৩, এসি ৪০, এসি ২৩এ, ইবি১২, এস৬৬ বাসগুলির টিকিট কাটা যাবে যাত্রীসাথী অ্যাপে। এই পদ্ধতি আপাতত পাইলট প্রকল্প হিসেবে কার্যকর করা হচ্ছে। (আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করল দক্ষিণবঙ্গে, বৃষ্টি জায়গায় জায়গায়)
আরও পড়ুন: আরজি কর মামলায় সন্দীপ ঘোষ সহ ৫ জনের নামে ১২৫ পাতার চার্জশিট গ্রহণ করল না আদালত
আরও পড়ুন: মমতার মন্ত্রীর উস্কানিতে ভাঙা হয় বীরভূমের মন্দির, দাবি BJP-র, পালটা তোপ দেবাংশুর
কীভাবে কাজ করবে এই নয়া পদ্ধতি? অ্যাপে টিকিট কাটার পর মোবাইলে একটি কিউআর কোড আসবে। সেটা কনডাক্টরকে দেখালে তিনি তা স্ক্যান করবেন। এবং তাহলেই তাঁর মেশিন দিয়ে টিকিট প্রিন্ট হয়ে যাবে। তা কনডাক্টর যাত্রীর হাতে হস্তান্তর করবেন। এদিতে রিপোর্ট অনুযায়ী, অ্যাপে বেসরকারি বাসের তথ্য কেমন করে প্রবেশ করানো হবে সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। (আরও পড়ুন: 'হম দো, হমারা চার' চান সিদ্দিকুল্লা! 'জনসংখ্যা বিন্যাস বদলের ছক', বললেন শুভেন্দু)
আরও পড়ুন: আর বিবৃতি নয়, বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে এবার যা করবে ইসকন...
আরও পড়ুন: বাংলাদেশের অন্তত ৪ মন্দিরে হামলা, দুষ্কৃতীদের ধরার বেলায় '০' ইউনুসের পুলিশ
এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার প্রত্যেক বাসস্টপে বসানো হবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল। যেখানে দাঁড়িয়ে যাত্রীরা দেখতে পাবেন, কোন রুটের বাস কখন ওই স্টপেজে আসবে। এই ব্যবস্থা সরকারি–বেসরকারি দুই বাসের ক্ষেত্রেই প্রযোজ্য। কলকাতার পাশাপাশি সল্টলেক ও কেএমডিএ এলাকায় প্রত্যেক বাসস্টপে এই সময়সারণি বসানো হবে। এদিকে জানানো হয়েছে, যেখানে নির্দিষ্ট স্থায়ী বাসস্টপ নেই সেখানে পরিবহণ দফতরের সঙ্গে কলকাতা পুরসভা যৌথভাবে বাসস্টপ নির্মাণ করবে। এরপর থেকে নির্দিষ্ট স্টপ ছাড়া যেখানে সেখানে বাস দাঁড়ালে জরিমানা করা হবে বাসকে। যাত্রী হাত দেখালেও আর যেখানে সেখানে বাস দাঁড়াতে পারবে না। এদিকে এলইডি স্ক্রিনের পাশাপাশি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। তাতে সব বাসের গতিবিধি দেখা হবে। পথসাথী অ্যাপ আগেই ছিল। এবার যাত্রীসাথীতও সাহায্য করবে বাস যাত্রীদের।