বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > উত্তর কলকাতায় আছেন? এই সরকারি বাসগুলিতে যাতায়াত করতে পারবেন

উত্তর কলকাতায় আছেন? এই সরকারি বাসগুলিতে যাতায়াত করতে পারবেন

হাওড়া স্টেশনে আগত যাত্রীদের

ডানলপ, ব্যারাকপুর, সোদপুর থেকে আগত একাধিক বাস উত্তর কলকাতার উপর দিয়ে যাচ্ছে।

বুধবার থেকে কলকাতায় ৪০ টি রুটে সরকারি বাস পরিষেবা শুরু হয়েছে। তার মধ্যে গুটিকয়েকই বাস উত্তর কলকাতা থেকে ছাড়ছে। তবে ডানলপ, ব্যারাকপুর, সোদপুর থেকে আগত একাধিক বাস উত্তর কলকাতার উপর দিয়ে যাচ্ছে।

নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই সেই বাসগুলি চলছে। বাসে সর্বাধিক ২০ জন যাত্রী ওঠার ছাড়পত্র দেওয়া হয়েছে। পরিবহন দফতরের কর্তারা জানিয়েছেন, যাত্রী সংখ্যা অনুযায়ী আগামীদিনে বেশি সংখ্যক রুটে বাস চালানো হবে।

উত্তর কলকাতার উপর দিয়ে যে বাসগুলি চলছে, সেগুলির তালিকা দেখে নিন -

১) ই-৩২ : নীলগঞ্জ-হাওড়া (ব্যারাকপুর, ডানলপ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড)।

২) এস-১১ : নীলগঞ্জ-এসপ্ল্যানেড (ব্যারাকপুর, ডানলপ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড)।

৩) এস ৩২ এ : ডানলপ-হাওড়া স্টেশন (বি টি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড)।

৪) এস- ৯এ : ডানলপ-গড়িয়া (বি টি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, গড়িয়াহাট, যাদবপুর)।

৫) এস-২১ : বাগবাজার-গড়িয়া (খান্না, উল্টোডাঙা, ই এম বাইপাস, রুবি)।

৬) এস-৫৮ : ব্যারাকপুর-করুণাময়ী (ডানলপ, শ্যামবাজার, উল্টোডাঙা)।

৭) এস-৫৭ : আরিয়াদহ-নবান্ন (ডানলপ, বি টি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বিবাদী বাগ)।

৮) সি-৪৫ : ঘোলা (সোদপুর)-হাওড়া (সোদপুর, কামারহাটি, ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজার)।

৯) সি-২৮ : ব্যারাকপুর-হাওড়া (টিটাগড়, সোদপুর, কামারহাটি, ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড)।

বন্ধ করুন