এতদিন কলকাতায় কয়েকটি রুটে মিলছিল সরকারি বাস পরিষেবা। আজ, বুধবার থেকে আরও কয়েকটি রুটে শুরু হল বাস চলাচল। রাজ্য পরিববহন নিগম জানিয়েছে, যাবতীয় সুরক্ষাবিধি মেনে এবার থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শহরের ৪০ টি রুটে বাস চলবে।
পরিবহন কর্তাদের বক্তব্য, শহরের গণ্ডি ছাড়িয়ে শহরতলির যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাসের রুট সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে হাওড়া এবং দুই পরগনার যাত্রীরা শহরের বিভিন্ন প্রান্তে সহজেই আসা-যাওয়া করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য রুটগুলি হল - সোদপুরের ঘোলা-হাওড়া, পার্ক সার্কাস-ডানকুনি, বারাসত-জোকা, আমতলা-হাওড়া, নীলগঞ্জ-এসপ্ল্যানেড, বাগবাজার-গড়িয়া, ব্যারাকপুর-হাওড়া, হাওড়া-বারুইপুর রুটের বাস।
সেক্টর ফাইভ, নিউ টাউনের অফিস যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে সেই রুটগুলিতেও বাস চালাচ্ছে পরিবহন দফতর। পর্ণশ্রী-নিউ টাউন, শকুন্তলা পার্ক-করুণাময়ী, জোকা-ইকো স্পেস, টালিগঞ্জ করুণাময়ী-নিউ টাউন, উল্টোডাঙা-সাপুরজি, টালিগঞ্জ মেট্রো-ইকো স্পেস রুটে বাস পরিষেবা শুরু হয়েছে। এছাড়াও বিবাদী বাগ-মন্দিরতলা, রাজাবাজার-নবান্ন, হাওড়া স্টেশন-যাদবপুর রুটেও বাস চলবে। সেই বাসগুলি শহরের বিভিন্ন অফিসপাড়া ছুঁয়ে যাবে।
একনজরে দেখে নিন সেই সরকারি বাসের তালিকা ও কোথা কোথা দিয়ে তা যাবে -
একইসঙ্গে কয়েকটি দূরপাল্লার রুটেও বাস পরিষেবা চালু করছে পরিবহন দফতর। এসপ্ল্যানেড-করিমপুর, গড়িয়া-বনগাঁ, এসপ্ল্যানেড-ন্যাজাট, এসপ্ল্যানেড-ধামাখালি, এসপ্ল্যানেড-বকখালি, এসপ্ল্যানেড-ডায়মন্ড হারবার এবং বারাসত-বাদুড়িয়া রুটে চলছে বাস।