হাতে আর একসপ্তাহ বাকি। আগামী ১৩ নভেম্বর বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন। আর এই উপনির্বাচনের প্রাক্কালে সিপিএমের উপর চাপ বাড়াল নকশাল দল সিপিআই (এমএল) লিবারেশন। কংগ্রেস, আইএসএফের সঙ্গে আগে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বামফ্রন্টের বড় শরিক সিপিএম। তখন তা পরিবর্তিত পরিস্থিতিতে মেনে নিতে হয়েছিল বাকি শরিকদের। ইচ্ছে না থাকলেও মেনে নিতে হয়েছে তাঁদের। এবার সিপিআই (এমএল) লিবারেশনকে আঁকড়ে ধরেছে বামফ্রন্ট। তাই তো নৈহাটি বিধানসভা কেন্দ্রটি ছেড়ে দিয়েছে সিপিআই (এমএল) লিবারেশনকে। যা কিনা একদা সিপিএমের শক্তঘাঁটি ছিল।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। বামেদের সঙ্গে সিপিআই (এমএল) লিবারেশন জোট করে লড়বে। কারণ এখন দরকার বৃহত্তর বাম ঐক্য। সেক্ষেত্রে বামফ্রন্টের শরিক কি হবে সিপিআই (এমএল) লিবারেশন? উঠছে প্রশ্ন। কিন্তু বামফ্রন্টের নাম বদলে ফেলে বৃহত্তর বাম ঐক্যের নতুন নাম দরকার। তাহলেই ফ্রন্টে যোগ দিতে আপত্তি নেই সিপিআই (এমএল) লিবারেশনের বলে ইঙ্গিত দিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। এই বিষয়ে দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘আমাদের দল বামফ্রন্টে ছিল না। বাইরের একটা দল যখন ভিতরে আসে তখন বৃহত্তর ঐক্য, পরিবর্তিত অবস্থা দেখে একটা নতুন নামের দাবি রাখা হবে। এটা কোনও প্রেস্টিজ ইস্যু নয়।’
আরও পড়ুন: উপনির্বাচনের একসপ্তাহ আগে উইকেট পতন বিজেপিতে, তালড্যাংরায় যুব সংগঠন তৃণমূলে
একদা এই নকশালদের কাঁকসাল বলে খোঁচা দিত সিপিএম। সেখানে আজ এমন অবস্থা হয়েছে যে, ভোট বৈতরণী পার করতে ওই নকশালদের দলকেই আলিঙ্গন করতে হয়েছে। কিন্তু সোমবার দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে লিবারেশনের সাধারণ সম্পাদককে প্রশ্ন করা হয়, উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থন করছে আপনাদের প্রার্থীকে। তাহলে আগামী ২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে লিবারেশন কি বামফ্রন্টে যোগ দেবে? তখন দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, ‘প্রশ্নটা সময়ের উপর ছেড়ে দিতেই পারি। বৃহত্তর বাম ঐক্য দরকার, নতুন নাম) দরকার। বামফ্রন্ট নামটা বদলে অন্য করতে পারলে ভাল হয়।’
আরজি কর ইস্যুতে ডাক্তারদের আন্দোলনে ইন্ধন জুগিয়ে নেমে পড়েছিল সিপিএম। তবে নেপথ্যে। আর সামনে ছিল নকশাল। সুতরাং আরও কাছে লিবারেশন–সিপিএম। দীপঙ্করবাবুর কথায়, ‘পশ্চিমবঙ্গে নতুন বাম ঐক্য দরকার। বামফ্রন্ট নামটা দীর্ঘদিন জোটের সঙ্গে জড়িয়ে। তাই নয়া পরিস্থিতিতে নতুন নাম প্রয়োজন। কেন্দ্রেও একই বিষয় ঘটেছে। ইউনাইটেড ফ্রন্ট, ইউপিএ ছিল। তারপর ইন্ডিয়া হল।’ নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার। দীপঙ্করবাবুর কথায়, ‘আমরা আগে সিপিএমকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও কিছু আসনে সমর্থন করেছি। সিপিএমের প্রচেষ্টা এই প্রথম।’ আর এই নাম বদল নিয়ে তৈরি হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব।