রাতের শহরে অ্যাপ ক্যাব চালককে নিগ্রহের অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। মত্ত যাত্রী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন চালককে। সেইসঙ্গে গাড়ি ভাঙচুর এবং মারধর করারও চেষ্টা করলেন। রবিবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে সুভাষ গ্রামের মামনি গেটের কাছে। এই ঘটনায় যাত্রীর বিরুদ্ধে সোনারপুর থানা নিগ্রহের অভিযোগ করেন ক্যাব চালক।
কি ঘটেছিল?
ক্যাব চালক সঞ্জিতসেন জানান, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ মুকুন্দপুর থেকে সুভাষ গ্রাম যাওয়ার জন্য ক্যাব বুক করেছিলেন ওই যাত্রী। সেইমতো যাত্রীকে সুভাষ গ্রামের মামনি গেটের কাছে পৌঁছে দেন চালক। এরপরে ক্যাবচালক যাত্রীর কাছে ভাড়া চাইলে যাত্রী ভাড়া দিতে অস্বীকার করেন। যাত্রী রেলগেট পেরিয়ে আরও কয়েক কিলোমিটার ভিতরে যেতে বলেন। তখন ক্যাব চালক অ্যাপে নতুন লোকেশন দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তাতে অস্বীকার করে যাত্রীম এরপর যাত্রীকে ক্যাব থেকে নামিয়ে দিতেই ঘটে বিপত্তি। মত্ত অবস্থায় থাকার ফলে ওই যাত্রী ক্যাব থেকে বেরিয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি মারধর করারও চেষ্টা করে, গাড়ির কাচ ভাঙচুর করার চেষ্টা চালায় যাত্রী। সেই সময়ই ঘটনার ফেসবুক লাইভ করে থাকেন চালক। ভিডিওতে চালকের উদ্দেশ্যে যাত্রীকে বলতে শোনা যায় ‘তোকে মেরে ফেলব’।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনওভাবে সেখান থেকে বেরিয়ে আসেন ওই চালক। যদিও ভাড়া তিনি পাননি। পরে তিনি অনলাইন ক্যাব অপারেটর গিল্ডের কাছে সমস্ত বিষয়টি জানান। পরে চালককে নিয়ে গিল্ডের সদস্যরা সোনারপুরে যান। অভিযোগ পেয়ে পুলিশ যাত্রীকে ধরে থানায় নিয়ে আসে। তবে ওই যাত্রী ভাড়া মিটিয়ে দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত করার প্রতিশ্রুতি দিলে লিখিত অভিযোগ দায়ের করেননি চালক। এই ঘটনায় রাতের শহরে ক্যাব চালকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনলাইন ক্যাব অপারেটরস গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার তীব্র নিন্দা করে রাতে ক্যাব চালকদের নিরাপত্তার ব্যবস্থা প্রয়োজন বলে দাবি করেছেন।