‘কলকাতা বিক্ষোভ নগরী হতে পারে না’ চাকরিপ্রার্থীদের বলল হাইকোর্ট
1 মিনিটে পড়ুন . Updated: 27 Jul 2022, 10:03 AM IST- পুলিশ তাদের অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গতকাল মামলাটি বিচারপতি শম্পা সরকারের এজলাসে উঠলে তিনি মন্তব্য করেন, ‘প্রতিবাদ করুন। কিন্তু, আর কতদিন? কলকাতা শহর বিক্ষোভের নগরী হতে পারে না।