বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Alorani Sarkar: তৃণমূল প্রার্থী আলোরানি বাংলাদেশি নাগরিক, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চও

Alorani Sarkar: তৃণমূল প্রার্থী আলোরানি বাংলাদেশি নাগরিক, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চও

আলোরানি সরকার। ফাইল ছবি

বিজেপির তরফে দাবি করা হয়, আলোরানি ভারতের নাগরিকই নন। তিনি আদপে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে। একথা জানিয়ে আদালতে নথি পেশ করে বিজেপি। বিজেপির দেওয়া তথ্য মিথ্য বলে দাবি করলেন তার স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেননি আলোরানি।

বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানি সরকার আসলে বাংলাদেশি। সিঙ্গল বেঞ্চের পর একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। একথা জানিয়ে আলোরানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন আলোরানি। এর পর আদালতের দ্বারস্থ হয়ে তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি হয়েছে। ওদিকে বিজেপির তরফে দাবি করা হয়, আলোরানি ভারতের নাগরিকই নন। তিনি আদপে বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের ভোটার লিস্টে তাঁর নাম রয়েছে। একথা জানিয়ে আদালতে নথি পেশ করে বিজেপি। বিজেপির দেওয়া তথ্য মিথ্য বলে দাবি করলেন তার স্বপক্ষে কোনও নথি পেশ করতে পারেননি আলোরানি। যার ফলে ২০২২ সালের ২২ মে আলোরানির আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী।

সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আলোরানি। সেখানে বিজেপির তরফে জানানো হয়, আলোরানি যে বাংলাদেশের নাগরিক তা প্রমাণিত। আর ভারতীয় নাগরিকত্ব আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ নেই। ফলে আলোরানি ভারতের নাগরিক হতে পারেন না। তাই তাঁর ভোটে প্রতিদ্বন্দিতা করারও অধিকার নেই।

 

বন্ধ করুন