বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হাইকোর্টে ফের চড় খেল রাজ্য, আমফান দুর্নীতির রিপোর্ট গ্রহণ করল না আদালত

হাইকোর্টে ফের চড় খেল রাজ্য, আমফান দুর্নীতির রিপোর্ট গ্রহণ করল না আদালত

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

এদিন পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করা হয়েছে।

ফের আদালতে সপাটে চড় খেল রাজ্য সরকার। আমফান দুর্নীতি মামলায় রাজ্যের পেশ করা রিপোর্ট গ্রহণই করল না কলকাতা হাইকোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি রাজেশ বিন্দল স্পষ্ট জানালেন, এই রিপোর্ট আদালত ও জনগণের চোখে ধুলো দিতে তৈরি করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।

আমফান দুর্নীতি মামলায় রাজ্য সরকার কী পদক্ষেপ করতে চেয়েছে তা জানতে চেয়ে গত মাসে রাজ্য সরকারকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল আদালত। আট দিনের মধ্যে পেশ করার কথা ছিল সেই রিপোর্ট। সোমবার সেই মামলার শুনানিতে রাজ্যের রিপোর্ট দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। রাজ্যের পেশ করা রিপোর্ট আদালত গ্রহণ করবে না বলে স্পষ্ট করেন তিনি। সঙ্গে ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এদিন পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করা হয়েছে। তার কোনও উল্লেখ নেই রিপোর্টে। এতবড় একটা প্রাকৃতিক বিপর্যয়ের পর মানুষের ত্রাণ নিয়ে দুর্নীতি হল। অথচ রাজ্য সরকার অভিযুক্তদের কী পদক্ষেপ করেছে তার কোনও উল্লেখ নেই রিপোর্টে। দেখে মনে হচ্ছে আদালত ও জনগণের চোখে ধুলো দিতে তৈরি করা হয়েছে এই রিপোর্ট। এই রিপোর্ট গ্রহণ করবে না আদালত। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।

বলে রাখি, গত বছর মে-তে ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের একাংশ। এর পর উত্তর ২৪ পরগনার বসিরহাটে ৫টি ট্রাকে করে খাদ্যসামগ্রী ত্রাণ পাঠায় রাজ্য সরকার। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে নামিয়ে রাখা হয় সেই ত্রাণ। তার পর ট্রাকে করে তা পাচারের সময় ধরে ফেলেন স্থানীয়রা। অভিযোগ দায়ের হয় থানায়।

 

বাংলার মুখ খবর

Latest News

‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.