রিষড়া শান্তি ফেরাতে আধা সামরিক বাহিনীর সাহায্য নিতে রাজ্যকে পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। কী পদক্ষেপ করবে রাজ্য সরকার তা জানাতে রাজ্যকে এক ঘণ্টা সময় দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বুধবার হাওড়া ও রিষড়ার অশান্তি নিয়ে আদালতের কাছে রির্পোট জমা দিয়েছে রাজ্য। এর আগে সোমবার আদালত হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তি নিয়ে রাজ্যকে সিসিটিভি ফুটেজ সহ রিপোর্ট জমা দিতে বলে।
রিষড়া কাণ্ড নিয়ে শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, শ্রীরামপুরে ডায়মণ্ড হারবার কোর্টের এক বিচারকের পরিবার থাকেন। বিষড়ায় অশান্তি চলাকালীন তিনি পুলিশকে ফোনও করেছিলেন। উচ্চপদস্থ আধিকারিক জানিয়েও কোনও ফল হয়নি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, 'এমন একটা ব্যবস্থা করুন যাতে মানুষ বিপদের সময় নিজেকে অসহায় বোধ না করে।'
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে, বিপর্যয়ের সময় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেয় রাজ্য। এ ক্ষেত্রেও তেমনটা হতে পারে। তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে অন্য জেলা থেকে পুলিশ আনছে রাজ্য। কিন্তু সেই এলাকায় যদি কোনও অশান্তির ঘটনা হয় তবে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে। প্রয়োজেন আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হয়।