বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > SSC দুর্নীতি মামলায় বিকেল সাড়ে ৫টার মধ্যে CBI এর সামনে হাজিরার নির্দেশ পার্থকে
বড় খবর

SSC দুর্নীতি মামলায় বিকেল সাড়ে ৫টার মধ্যে CBI এর সামনে হাজিরার নির্দেশ পার্থকে

সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি (PTI)

  • দরকারে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করতে পারবে CBI

SSC নিয়োগ দুর্নীতি মামলায় বিকেল ৫.৩০ মিনিটের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানিয়েছেন, জেরার পর প্রয়োজন মনে করলে পার্থবাবুকে গ্রেফতার করতে পারবে CBI. সঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, কোনও পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির কাছে আবেদন করার তোড়জোড় শুরু করেছেন তৃণমূলের আইনজীবীরা।

SSC দুর্নীতি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দেয় বিচারপতি আরকে বাগ কমিটি। তাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গঠিত ৫ সদস্যের কমিটি কী ভাবে পরিকল্পনা করে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে তা স্পষ্ট। রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায় সচিব ও অফিসার অন স্পেশ্যাল ডিউটির বিরুদ্ধে FIR দায়ের করতে বলেছে তদন্ত কমিটি।

সোমবার আরকে বাগ কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পরই পার্থ চট্টোপাধ্যায়ের ওপর চাপ বাড়ছিল। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতে সেই আশঙ্কাই সত্যি হল। পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে বলল কলকাতা হাইকোর্ট। এমনকী উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না বলে বেনজির নির্দেশ দিল আদালত।

বন্ধ করুন