বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মাধ্যমিক শেষ হলেই নবম - দশমে শিক্ষকপদে নিযুক্ত অযোগ্যদের চাকরি ঘ্যাঁচাং ফু

মাধ্যমিক শেষ হলেই নবম - দশমে শিক্ষকপদে নিযুক্ত অযোগ্যদের চাকরি ঘ্যাঁচাং ফু

বিচারপতি বিশ্বজিৎ বসু।

বিচারপতি বসু বলেন, মাধ্যমিক চলাকালীন অযোগ্যদের বরখাস্ত করার নির্দেশ দেব না। এতে পরীক্ষা প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

মাধ্যমিক পরীক্ষা মিটলেই নবম – দশমে শিক্ষকপদে নিযুক্ত অযোগ্যদের বরখাস্ত করবে আদালত। সোমবার একথা জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন বিচারপতি বলেন, মাধ্যমিক চলাকালীন এদের বরখাস্ত করলে পরীক্ষায় তার প্রভাব পড়তে পারে।

নবম – দশম নিয়োগ দুর্নীতিতে বরখাস্ত হওয়া অযোগ্যদের সংখ্যা ১০০০ ছাড়াতে পারে বলে অনুমান। এদিন আদালতে বিচারপতি বসু বলেন, মাধ্যমিক চলাকালীন অযোগ্যদের বরখাস্ত করার নির্দেশ দেব না। এতে পরীক্ষা প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। চাকরিপ্রার্থীদের তরফে জানানো হয়েছে ২০১৬ সালে নিয়োগের অন্তত ১০ শতাংশ অযোগ্য প্রার্থী। ওই বছর মোট ১১ হাজারের কিছু বেশি পদে নিয়োগ হয়েছিল। অর্থাৎ বরখাস্ত হওয়া অযোগ্যের সংখ্যা ১১০০-র কাছাকাছি হতে পারে বলে মনে করা হচ্ছে।

মাধ্যমিক পরীক্ষার মুখে গ্রুপ ডি পদে ১৯১১ জনকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল আদালত। তার জেরে অনেক স্কুলে একমাত্র গ্রুপ ডি কর্মীর চাকরি চলে যায়। সেই সব স্কুলে গ্রুপ ডি কর্মীর দায়িত্ব ভাগ করে করতে হয়েছে শিক্ষকদের। এমনকী স্কুলের দরজা খোলা বা ঘণ্টা বাজানোর মতো কাজেও হাত লাগাতে হয়েছে তাঁদের। যদিও পরীক্ষা চলাকালীন কোনওক্রমে পরিস্থিতি স্বাভাবিক করেছে পর্ষদ। আদালতের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই নবম – দশমে অবৈধভাবে নিযুক্তদের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

 

বন্ধ করুন