বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Molestation: মহিলার যৌন নির্যাতনের ঘটনায় আইনজীবীকে মামলা তুলে নিতে চাপ! CID তদন্তের নির্দেশ

Molestation: মহিলার যৌন নির্যাতনের ঘটনায় আইনজীবীকে মামলা তুলে নিতে চাপ! CID তদন্তের নির্দেশ

কসবায় মহিলার যৌন নির্যাতনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ। প্রতীকী ছবি।

মামলার বয়ান অনুযায়ী, ওই মহিলা পাটুলির বাসিন্দা। তিনি কসবা থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। মহিলা এই অভিযোগ করার পরেই ওই দুই ব্যক্তি নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানায়। নিম্ন আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করে।

কসবায় এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলা তুলে নেওয়ার জন্য মহিলার আইনজীবীকে এক পুলিশ আধিকারিক চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোন সিআইডি অফিসার এই ঘটনার তদন্ত করবেন তা সিআইডির ডিআইজিকে ঠিক করতে হবে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। একইসঙ্গে অভিযুক্ত ২ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মামলার বয়ান অনুযায়ী, ওই মহিলা পাটুলির বাসিন্দা। তিনি কসবা থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। মহিলা এই অভিযোগ করার পরেই ওই দুই ব্যক্তি নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানায়। নিম্ন আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করে। অভিযোগ, আগাম জামিন পাওয়ার পর আবার তারা ওই মহিলাকে যৌন নিগ্রহ করে। এরপর পুলিশকে জানিয়ে কোনও কাজ না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করেন। একইসঙ্গে আনন্দপুর থানায় আরও একটি মামলা দায়ের করেন ওই মহিলা। কলকাতা হাইকোর্টে অভিযুক্তদের জামিন খারিজের আবেদন জানান মহিলার আইনজীবী।

মামলা চলাকালীন মহিলার আইনজীবী বিচারপতির কাছে নালিশ করেন, তাকে বারাসাত পুলিশের একজন আধিকারিক মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। আদালতে তিনি জানান, জেলা পুলিশের পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়েও অভিযোগ জানিয়েছেন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আইনজীবী বলেন, পুলিশ ঘটনার সঠিক তদন্ত করলে দ্বিতীয়বার অভিযুক্তরা মহিলার যৌন নির্যাতন করার সাহস পেত না। এই সমস্ত কিছু শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ তদন্তকারী অফিসারকে নিযুক্ত করবেন সিআইডির ডিআইজি। কসবা এবং আনন্দপুর থানার পুলিশকে মামলার কেস ডায়েরি সিআইডির হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বাংলার মুখ খবর

Latest News

GST নিয়ে নির্মলার কাছে অভিযোগ ব্যবসায়ীর, পরে চাইতে হল ক্ষমা! তোপ রাহুলদের ‘মহিলার শরীরের দিকে তাকিয়ে যৌন-ভাবনা ভাবা যায় না…’, জন্মদিনে বিস্ফোরক ইমন খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার! স্মিথ-বিরাটের বন্দনায় অজি তারকা… শ্রেয়স-স্যামসন ডাহা ফেল, শতরান হাতছাড়া পাডিক্কালের,১ম ইনিংসে বড় লিড মায়াঙ্কদের ইশ্বরে বিশ্বাস নেই! গ্রামের সেই চিকিৎসক অনিকেতের সঙ্গে দেখা হল দেবীর, তারপর? কেমো সেশনের প্রথম দিনে হাসপাতালে হিনার পাশে ক্যানসার-জয়ী মহিমা, কী কথা হয় দুজনের ভোটে লড়ছেন ভারতের সবথেকে ধনী মহিলা, প্রায় ২.৫ লাখ কোটি টাকার সম্পদ আছে! বিতর্কসভার পরেই চমকে দেওয়া সমীক্ষা আমেরিকায়, এগিয়ে গেলেন কমলা, পিছিয়ে ট্রাম্প সানগ্লাস পরে ব্যাটিং শ্রেয়সের! শর্ট বলে শূন্য রানে আউট হয়ে পড়লেন ট্রোলের মুখে আয়কর নোটিশ পেলেন TCS-র কর্মীরা! দিতে হতে পারে ১.৫ লাখ টাকাও, কী বলল সংস্থা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.