বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: জোড়াসাঁকোয় হেরিটেজ ভবন ভাঙায় ব্যান, রবীন্দ্রনাথের ছবি খুলে 'লেগেছে' মমতার ছবি

Calcutta High Court: জোড়াসাঁকোয় হেরিটেজ ভবন ভাঙায় ব্যান, রবীন্দ্রনাথের ছবি খুলে 'লেগেছে' মমতার ছবি

 কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি

কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশের পরেও যদি কাজ চলে তাহলে সে ক্ষেত্রে রাজ্য সরকারকে আদালতের কাছে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে হলফনামা আকারে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে অবস্থিত হেরিটেজ ভবন ভাঙার কাজে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথের জন্মস্থানে নির্মাণ কাজ বন্ধ করতে হবে। উল্লেখ্য, এই নির্মাণের জন্যই হেরিটেজ ভবন ভাঙা কাজ শুরু হয়েছিল। তবে এদিন হাইকোর্টের নির্দেশে তা আপাতত বন্ধ রইল।

কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নির্দেশের পরেও যদি কাজ চলে তাহলে সে ক্ষেত্রে রাজ্য সরকারকে আদালতের কাছে জবাবদিহি করতে হবে। এ বিষয়ে হলফনামা আকারে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে দেওয়ার অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টেরল জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন স্বদেশ মজুমদার নামে এক ব্যক্তি। তার হয়ে মামলায় সওয়াল করেন আইনজীবী শ্রীজীব চক্রবর্তী। তিনি জানান, জোড়াসাঁকো ভবন গ্রেড ওয়ান হেরিটেজ। তাই কোনওভাবেই এই ভবনকে ভাঙা যায় না। অবিলম্বে ভেঙে ফেলার কাজ বন্ধ রাখার আবেদন জানান তিনি। উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই ভবন ভাঙার উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। আগামী ২১ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

মামলাকারীর আইনজীবীর আরও অভিযোগ, জোড়াসাঁকোর বাড়িতে একটি ঘরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম দেখা হয়েছিল রবীন্দ্রনাথের। কিন্তু, বর্তমান শাসক দল সেটিকে নিজেদের কাজে ব্যবহার করছে। শিক্ষাবন্ধু সমিতি নামে সংগঠনের একটি কার্যালয় খুলেছে তৃণমূল। শুধু তাই নয় সেখানে থাকা রবীন্দ্রনাথের বহু পুরনো ছবিও খুলে দেওয়া হয়েছে। তার জায়গায় তৃণমূল নেত্রী নেতৃত্বের ছবি টাঙানো হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.