বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > চাকদহে বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলের দুই নেতার দ্বন্দ্ব, জল গড়াল হাইকোর্টে

চাকদহে বেআইনি নির্মাণ নিয়ে তৃণমূলের দুই নেতার দ্বন্দ্ব, জল গড়াল হাইকোর্টে

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

চাকদহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। অভিযোগ ছিল, ওই বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছিলেন চাকদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের বর্তমান মন্ত্রী রত্না ঘোষ কর।

অবৈধ নির্মাণ নিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে দ্বন্দ্ব গড়াল কলকাতা হাইকোর্টে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের অনুমতিতে অবৈধ নির্মাণ গড়ে তোলার অভিযোগ উঠেছিল। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলেই প্রাক্তন কাউন্সিলর। সেই নির্মাণটি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নদিয়ার চাকদহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩২ কাঠা জমির ওপর তৈরি হওয়া নির্মাণটি ভেঙে ফেলতে বলেছে আদালত।

কেন আদালতের নির্দেশ মানা হয়নি? বেআইনি নির্মাণ নিয়ে এসপিকে তলব হাইকোর্টের‌

চাকদহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। অভিযোগ ছিল, ওই বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছিলেন চাকদহ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজ্যের বর্তমান মন্ত্রী রত্না ঘোষ কর। অথচ পুরসভার পক্ষ থেকে নিয়ম মেনে কোনও অনুমতি নেওয়া হয়নি। চাকদহ হাসপাতালের এক কর্মী সেখানে নিয়ম না মেনে দোতলা বাড়ি তৈরি করছিলেন বলে অভিযোগ উঠেছিল। এরপর দিবাকর বাবু নির্মাণে একাধিবাট বাধা দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হল, বেআইনি নির্মাণে বাধা দেওয়ার কারণে গত পুর নির্বাচনে তাকে তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়নি। এরপর বেয়ানি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রাক্তন কাউন্সিলর।

কলকাতা হাইকোর্ট নদিয়ার জেলা শাসককে নির্দেশ দিয়েছেন, আগামী দু-মাসের মধ্যে ওই নির্মাণ ভেঙে ফেলতে হবে। আগামী ৫ ডিসেম্বর আদালতকে এনিয়ে রিপোর্ট জমা করতে হবে। তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে দ্বন্দ্বে জোর চর্চা শুরু হয়েছে চকদহে।

বন্ধ করুন