বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, হলফনামা দেওয়ার সময় বেঁধে দিল আদালত

Mamata Banerjee: মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, হলফনামা দেওয়ার সময় বেঁধে দিল আদালত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (HT_PRINT)

দিন কয়েক আগে আলিপুর আদালতে একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। তারপরেই আদালতের দ্বারস্থ হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চের কাছে আইনজীবী মমতার মন্তব্যের কথা জানিয়ে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দাখিল করার আর্জি জানান তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় হলফনামা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলার প্রস্তাব আসে হাইকোর্টে। সেই মতো বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে আদালত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হলফনামা দিতে না পারায় দুপুর ১টার মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন। চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘আমি ক্ষমতায় আসার পরে একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তাহলে কেন তোমরা চাকরি খাচ্ছ।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে আদালত অবমাননার মামলা করার আর্জি জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

দিন কয়েক আগে আলিপুর আদালতে একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। তারপরেই আদালতের দ্বারস্থ হন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চের কাছে আইনজীবী মমতার মন্তব্যের কথা জানিয়ে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দাখিল করার আর্জি জানান তিনি। যদিও সেই আর্জিতে পুরোপুরি সায় দেয়নি ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়ে দেয়, এ বিষয়ে কেউ মামলা করলে তা শোনা হবে। এর পর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার ১০টার মধ্যে হলফনামা জমা দেওয়ার পরামর্শ দেয়।

তবে ওই সময়ের মধ্যে হলফনামা জমা দিতে না পারায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ১ টার মধ্যে হলফনামা জমা দিতে হবে। 

প্রসঙ্গত, আলিপুর আদালত চত্বরে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত মতামতের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা আইনজীবীদের উপর নির্ভর করি। বিচারপতিদের সম্মান জানাই। আমি কারও অধিকার কেড়ে নেওয়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনত অধিকার সেই কথাই বলছি।’ এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খায়নি। তোমরা কেন খাচ্ছো।’ এ নিয়ে আদালত অবমাননার মামলা দায়ের করার আর্জি জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন