বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High court: বন্দিদের প্রতিদিন স্নানের অনুমতি দিতে হবে, কারা কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

Calcutta High court: বন্দিদের প্রতিদিন স্নানের অনুমতি দিতে হবে, কারা কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

বন্দিদের প্রতিদিন স্নানের অনুমতি দিতে হবে, কারা কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

অভিযোগ উঠেছিল জেলে থাকা অবস্থাতেই অসংখ্য মহিলা বন্দি গর্ভবতী হয়ে পড়েছেন। সেই সংক্রান্ত অভিযোগে কলকাতা হাইকোর্টে চলতি বছরের শুরুতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ গঠন করেন।

কারাগারে বন্দিদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সেখানে প্রতিদিন বন্দিদের স্নানের ব্যবস্থা নেই বলেই জানতে পেরেছিল আদালত। তার ভিত্তিতে বন্দিদের প্রতিদিন স্নানের ব্যবস্থা করানোর বিষয়টি কারা কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে গুরুতর অসুস্থ বন্দিদের সঙ্গে সঠিকভাবে আচরণ করার পরামর্শ দিয়েছে। সেক্ষেত্রে খতিয়ে দেখে বিচারাধীন বন্দিদের জামিন এবং দোষীদের জন্য প্যারোল বিবেচনা করতে বলেছে রাজ্যের উচ্চ আদালত।

আরও পড়ুন: প্রিজন ভ্যানের মধ্যে মহিলা বন্দীকে 'গণধর্ষণ', BJP রাজ্য বলে চুপ কমিশন? তোপ TMC-র

অভিযোগ উঠেছিল জেলে থাকা অবস্থাতেই অসংখ্য মহিলা বন্দি গর্ভবতী হয়ে পড়েছেন। সেই সংক্রান্ত অভিযোগে কলকাতা হাইকোর্টে চলতি বছরের শুরুতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ গঠন করেন। এই সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ বলেছে, সুস্বাস্থ্য থাকা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ফলে প্রতিদিন বন্দিরা যাতে স্নান করতে পারেন তার জন্য পর্যাপ্ত জল সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, ১৮৯৪ সালের জেল কোড অনুযায়ী বন্দিদের জন্য প্রতিদিন শুধু তাদের মুখ এবং হাত ধুয়ে ফেলার অনুমতি ছিল। তবে গরম আবহাওয়া থাকলে বা নোংরা কাজে লাগানো হলে বন্দিদের স্নানের অনুমতি দেওয়া হতো। এখন এই নিয়ম অনুসরণ করা উচিত নয় বলে মন্তব্য করেন বিচারপতি বাগচী। 

উল্লেখ্য, রাজ্যের কয়েদিরা তাঁদের প্রাপ্য সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা তার জানা জন্য আদালতবান্ধব নিয়োগ করে কলকাতা হাইকোর্ট। তাঁদের খাবার-দাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা কতটা পাচ্ছেন, তাঁদের জীবনযাপনে কোন সমস্যা হচ্ছে কিনা তা দেখার কাজ এই আদালতবান্ধবের।

আদালতে তাঁর জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত বছর অবধি রাজ্যের সংশোধনাগারগুলিতে ১৯৬ জন শিশু জন্ম নেয়। এরই মধ্যে, আলিপুর মহিলা জেলেও এক জন বন্দি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তার পর ৮ ফেব্রুয়ারি এর বিচার চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। প্রসঙ্গক্রমে, এই ঘটনায় ৯ ফেব্রুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। সব রাজ্যের কাছে জেলবন্দি মহিলারা কী অবস্থায় রয়েছেন তার রিপোর্টও তলব করেছিল শীর্ষ আদালত। 

বাংলার মুখ খবর

Latest News

US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.