বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিজেপি বিধায়কের মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ দিল না আদালত

বিজেপি বিধায়কের মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ দিল না আদালত

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি

সূত্রের খবর, মামলাটি নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরিকল্পনা করছে বিজেপি।

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় হত্যাকাণ্ডে CBI তদন্তের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সোমবার বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে মামলাটি উঠলে এই নির্দেশ দেন তিনি। নিহত বিধায়কের স্ত্রী চাঁদিমা রায়ের আবেদনের দায়ের করা আবেদনের জরুরি শুনানিতে আদালতের তরফে জানানো হয়েছে, দেবেন্দ্রনাথবাবুর মৃত্যু রহস্যের তদন্তভার থাকবে CID হাতেই। 

সোমবার আদালতে চাঁদিমাদেবীর আইনজীবী ব্রজেশ ঝা সওয়াল করেন, ‘দেবেনবাবুর দেহের ময়নাতদন্তের আগেই ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করেন পুলিশ সুপার। ফলে পুলিশি তদন্তে এই ঘটনার সত্য উদ্ঘাটন সম্ভব নয়। কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে।’

পালটা সওয়ালে সরকারি আইনজীবী বলেন, ‘ঘটনায় ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে ব্যাখ্যা দিয়েছে CID. ফলে তদন্ত সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করা যেতে পারে।’

দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি শিবকান্ত প্রসাদ বলেন, এই ঘটনার তদন্তভার CBI-কে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার আগে দেবেনবাবুর দেহের ময়নাতদন্ত নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের সঙ্গে ADG CID-কে মতামত নিতে বলেছেন। তাঁকে কী পরামর্শ দেওয়া হয়েছে তা জানাতে হবে আদালতকে।

সূত্রের খবর, মামলাটি নিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরিকল্পনা করছে বিজেপি।

 

বন্ধ করুন