বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: রবীন্দ্রভারতীর ভিতরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: রবীন্দ্রভারতীর ভিতরে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

এই হেরিটেজ স্বীকৃতি পাওয়া ভবনে কটি ঘর রয়েছে যা ব্যবহার হয় না। সেখানে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক স্বদেশ মজুমদার। সেখানে দু’টি ঘর ভেঙে বেআইনি নির্মাণ করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম দেখা হয়েছিল এই ঘরে।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে বেশকিছু বেআইনি নির্মাণ। আর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আর তার প্রেক্ষিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালযের ভিতর যে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ আছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলের প্রতীক, পতাকা–সহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে এই বেআইনি নির্মাণ দেখা গিয়েছে, জোড়াসাঁকোর রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে। তা নিয়ে বেশ কয়েকদিন আগে জোর চর্চাও শুরু হয়েছিল। তারপর এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ক্যাম্পাসের অন্দরের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এই হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফেরাতেই এমন নির্দেশ দিয়েছে আদালত। এমনকী আদালতের নির্দেশ কার্যকর করে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কলকাতা পুরসভা প্রস্তুতি নিচ্ছে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে। কারণ এখানে কোনও রাজনীতির বাতাবরণ তৈরি হোক সেটা চান না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি মেয়রকে আদালতের নির্দেশ মানতে বলেছেন বলে সূত্রের খবর। কলকাতা পুরসভাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির মন্তব্য, ‘দ্রুত এই নির্মাণ ভাঙা দরকার। বুধবারের মধ্যে ভেঙে ফেলুন। সবাই মেনে নিয়েছে সেখানে নিয়ম মেনে নির্মাণ হয়নি। তাই আর ফেলে রাখার প্রয়োজন নেই।’‌

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এই হেরিটেজ স্বীকৃতি পাওয়া ভবনে কয়েকটি ঘর রয়েছে যা ব্যবহার হয় না। সেখানে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক স্বদেশ মজুমদার। সেখানে দু’টি ঘর ভেঙে বেআইনি নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম দেখা হয়েছিল এই ঘরে। সেটা সরেজমিনে দেখে রিপোর্ট জমা পড়েছিল আদালতে। আর তারপরই মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সরাসরি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছেন। কলকাতা পুরসভাকে ভর্ৎসনা করে বিচারপতির মন্তব্য, ‘আপনারা যদি চোখ বন্ধ রাখেন তাহলে কেমন করে চলবে? ইচ্ছা থাকলে ছয় ঘণ্টার মধ্যে ভাঙার কাজ শুরু করা যায়।’

বাংলার মুখ খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.