বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হাইকোর্টের

সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

সারদা মামলায় দেবযানী মুখোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। কলকাতার সমস্ত মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি। সম্প্রতি আদালতে জামিনের আবেদন করেছিলেন দেবযানী৷

শনিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে এখনও দেবযানীর বিরুদ্ধে অসম ও ভুবনেশ্বরে মামলা চলছে।

মামলার শুনানিতে দেবযানীর পক্ষের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় সওয়াল করেন যে, এই মামলায় যাঁরা মূল অভিযুক্ত ছিলেন, তাঁদের মধ্যে অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু দেবযানী সারদার শুধুমাত্র একজন কর্মী ছিলেন। তার সত্ত্বেও এতদিন তাঁকে জেলে বন্দি করে রাখা হয়েছে। আইনজীবীর আরও অভিযোগ, সিবিআই ইচ্ছে করে তাঁর জামিনে বাধা দিচ্ছে।পাশাপাশি আইনজীবী করোনার পরিস্থিতির কথাও আদালতে উল্লেখ করেন।

গত ১৫ জুনের শুনানিতে হাইকোর্টে দেবযানীর জামিন সংক্রান্ত মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় সিবিআই। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে সিবিআইকে ভর্ৎসনা করে আদালত প্রশ্ন করে, কেন এই মামলা পিছোতে চাইছে তারা?‌ গত ১৬ জুন এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয়৷ এদিন জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত৷

২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে আসতেই কলকাতা ছেড়ে পালিয়ে যান সারদা কর্তা সুদীপ্ত সেন ও সারদার এগজিকিউটিভ ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়। ২২ এপ্রিল কাশ্মীর থেকে দু’‌জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তারপর থেকে দু’জনেই জেলে ছিলেন। ২০১৪ সালে সারদা ট্যুর অ্যাণ্ড ট্রাভেলসের মামলায় অভিযুক্ত হন দেবযানী। সারদা মামলায় একাধিকবার শুনানি ও বিচারপর্বের শেষে এদিন কলকাতার সমস্ত মামলা থেকে অব্যাহতি পেলেন দেবযানী। তবে কলকাতার সমস্ত মামলা থেকে মুক্তি মিললেও অসম ও ভুবনেশ্বরের মামলাগুলি থেকে এখনই রেহাই পাচ্ছেন না দেবযানী। সেক্ষেত্রে তিনি এখনই জেল থেকে ছাড়া পাবেন কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, অসমে তাঁর বিরুদ্ধে সিবিআই ও ইডির মামলা চলছে। একইরকমে ভুবনেশ্বরেও তাঁর বিরুদ্ধে মামলা চলছে। ওদিকে এখনও সারদা মামলায় জেলেই থাকতে হবে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে।

বাংলার মুখ খবর

Latest News

তিল ধারণের জায়গা নেই! ট্রেনের দ্বিতীয় AC কামরায় ঠাসাঠাসি ভিড়, ভিডিয়ো ঘিরে চর্চা জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে চটলের মুকেশ, বললেন, ‘ভেবেচিন্তে কথা বলা উচিত..' কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল, সংঘাতের আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা শেক্সপিয়রের ওথেলো আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ? ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল রজনীকান্ত থেকে কমল হাসান, প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন আর কোন সেলেব দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট

Latest IPL News

কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.