কলকাতা হাইকোর্টে এবার রামনবমীতে ছুটি দেওয়া হল। ২০২৫ সালে ৬ এপ্রিল রবিবার পড়ায় সেই দিনটা আলাদাভাবে ছুটি হিসেবে গণ্য করা হচ্ছে না। কিন্তু হাইকোর্টের 'পাবলিক হলিডে'-র তালিকায় রামনবমী যে আছে, তা ছুটির তালিকায় আলাদাভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। গতবার অবশ্য রামনবমীতে হাইকোর্টে ছুটি ছিল না। এবার হাইকোর্টের 'পাবলিক হলিডে'-র তালিকায় যুক্ত করা হয়েছে রামনবমীকে। যে দিনটায় আগে পশ্চিমবঙ্গ সরকারও ছুটি দিত না। তবে ২০২৪ সালে প্রথমবার রামনবমীতে সরকারি ছুটি ঘোষণা করেছিল নবান্ন। এবারও সেই ধারা অব্যাহত থাকছে। নবান্নের তরফে ২০২৫ সালের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও রামনবমীর উল্লেখ করা আছে।
২০২৫ সালে কলকাতা হাইকোর্টে কবে কবে ছুটি থাকবে?
১) ইংরেজি নববর্ষ: ১ জানুয়ারি।
২) নেতাজির জন্মজয়ন্তী: ২৩ জানুয়ারি।
৩) সরস্বতী পুজো: ৩ ফেব্রুয়ারি।
৪) সরস্বতী পুজোর পরদিন: ৪ ফেব্রুয়ারি।
৫) দোলযাত্রা: ১৪ মার্চ।
৬) হোলি: ১৫ মার্চ।
৭) ইদ: পরে দিনক্ষণ ঘোষণা করা হবে।
৮) চৈত্র সংক্রান্তি এবং বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী: ১৪ এপ্রিল।
৯) বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল।
১০) গুড ফ্রাইডে: ১৮ এপ্রিল।
১১) ইস্টার স্যাটারডে: ১৯ এপ্রিল।
১২) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী: ৯ মে।
১৩) বুদ্ধপূর্ণিমা: ১২ মে।
১৪) গ্রীষ্মকালীন অবকাশ: ২৬ মে থেকে ৭ জুন।
১৫) বকরি ইদ: পরে দিনক্ষণ ঘোষণা করা হবে।
১৬) মহরম: পরে দিনক্ষণ ঘোষণা করা হবে।
১৭) স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট।
১৮) জন্মাষ্টমী: ১৬ অগস্ট।
১৯) ফতোয়া-দোয়াজ-দাহাম: ৫ সেপ্টেম্বর।
২০) বার্ষিক ছুটি: ২৯ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর।
২১) জগদ্ধাত্রী পুজো: ৩০ অক্টোবর।
২২) গুরুনানকের জন্মজয়ন্তী এবং পরশনাথ রথযাত্রা: ৩০ নভেম্বর।
২৩) ক্রিসমাসের ছুটি: ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর।
রবিবার পড়ায় কোন কোন ছুটি ‘নষ্ট’ হবে?
কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, রামনবমীর মতোই প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) রবিবার পড়েছে। রবিবার পড়ায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী (১২ জানুয়ারি) এবং মহালয়ার (২১ সেপ্টেম্বর) ছুটিও নষ্ট হবে। আর বার্ষিক ছুটির মধ্যে দুর্গাপুজো, গান্ধীজয়ন্তী, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটার ছুটিও যুক্ত থাকবে।