HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > IIT খড়গপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের ধারা যোগ করার কথা ভাবছে হাইকোর্ট

IIT খড়গপুরের ছাত্রের মৃত্যুর ঘটনায় খুনের ধারা যোগ করার কথা ভাবছে হাইকোর্ট

মঙ্গলবার আদালতে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয় ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্তের কমিটি। রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতির পর্যবেক্ষণ, ‘দ্বিতীয় রিপোর্ট দেখে মনে হচ্ছে প্রথম রিপোর্টে আইআইটি কর্তৃপক্ষের কিছুটা প্রভাব ছিল।’

ফয়জান আহমেদ।

আইআইটি খড়গপুরের ছাত্র ফয়জান আহমেদের মৃত্যুর ঘটনায় প্রথম থেকে খুনের অভিযোগ করে আসছে তাঁর পরিবার। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্ট খুনের ধারা যোগ করার কথা ভাবছে। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। মামলার সময় তিনি এই ঘটনায় খুনের শাস্তির ধারা ৩০২ যোগ করার কথা উল্লেখ করেন। এক্ষেত্রে কেউ অপরাধী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।

কলকাতা হাইকোর্ট ফয়জানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মতো এসএসকেএম হাসপাতালে তাঁর দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। মঙ্গলবার আদালতে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয় ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্তের কমিটি। রিপোর্ট খতিয়ে দেখার পর বিচারপতির পর্যবেক্ষণ, ‘দ্বিতীয় রিপোর্ট দেখে মনে হচ্ছে প্রথম রিপোর্টে আইআইটি কর্তৃপক্ষের কিছুটা প্রভাব ছিল। এর আগে মাথায় আঘাত লাগার ঘটনাকে ছোট করে দেখানো হয়েছিল। অথচ প্রবল রক্ত ক্ষরণের ফলে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তে ছাত্রের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।’ এর পরে পুলিশের উদ্দেশ্যে বিচারপতি বলেন, বুধবারের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট সংগ্রহ করতে হবে। পুলিশকে এরপরে ৩০২ ধারা যুক্ত করা যায় কিনা তা দেখতে বলেন পাশাপাশি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিকে ভিসেরা পরীক্ষার রিপোর্ট এক সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। 

এর আগে কলকাতা হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল। সেই কমিটি তাদের রিপোর্টে জানায়, ফয়জানের মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তারপর দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো, অসমের কবর থেকে ওই ছাত্রের মৃতদেহ তুলে কলকাতায় আনা হয়। এরপর ময়নাতদন্ত হয়ে যাওয়ায় রাজ্যকে আবার পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিবার এই ঘটনায় সিবিআই বা নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে। যদিও রাজ্য পুলিশের অফিসারদের দিয়ে সিট গঠনের কথা ভাবছে কলকাতা হাইকোর্ট।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হলের একটি ঘর থেকে ফয়জান আহমেদের পচাগলা দেহ উদ্ধার হয়। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে খড়গপুর টাউন থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তারপরেই অসমের তিনসুকিয়া থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এসে ছেলেকে খুনের অভিযোগ করেছিলেন ফয়জানের বাবা মা। প্রথমে মৃতদেহটি ফয়জানের বলে অস্বীকার করে তাঁর পরিবার। পরে তাঁরা দেহটি শনাক্ত করেন।ফয়জানের মৃত্যুর ঘটনায় খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার গত ১৮ ফেব্রুয়ারি একটি এফআইআর রুজু করেন। তাতে উল্লেখ করা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে ফয়জান আইআইটি কর্তৃপক্ষকে একটি ইমেইল করেন। তাতে ৪ ছাত্রের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ তোলা হয়। এমনকী ওয়ার্ডেন এবং সহকারী ওয়ার্ডেন এনিয়ে কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ তোলা হয়। তার ভিত্তিতে ৪ জন আদালতে গিয়ে সম্প্রতি আত্মসমর্পণ করেছেন। পরে অবশ্য তাঁদের জামিন দিয়েছে আদালত।

 

বাংলার মুখ খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.