বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এসএসসি’‌র সমস্ত মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত শুনবেন না

এসএসসি’‌র সমস্ত মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপাতত শুনবেন না

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

চাকরি থেকে বরখাস্ত করা এবং নতুন চাকরির সুপারিশ–সহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এসএসসি নিয়োগ মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির নয়া ডিভিশন বেঞ্চ। আগামী দু’‌মাসের মধ্যে সিবিআই–ইডিকে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়ে এসএসসি’‌র সমস্ত মামলা আপাতত ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই মামলাগুলিকে আজ, সোমবার শুনানি তালিকার বাইরে পাঠিয়ে দিলেন বিচারপতি। আর প্রধান বিচারপতি ওই মামলাগুলি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা হয়েছিল। যার শুনানিতে কড়া ‘রায়’ দিয়ে আন্দোলনকারীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন বিচারপতি। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলাই আপাতত আর শুনবেন না।

ইতিমধ্যেই এই মামলাগুলি নিয়ে বিরক্ত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করলেও তথ্যপ্রমাণের ক্ষেত্রে তদন্ত ঠিক মতো এগোচ্ছিল না। যার জন্য একসময় সিবিআইয়ের মতো সংস্থাকে ‘‌ভোগাস’‌ বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ জানান, স্কুল সার্ভিস কমিশনের মামলা তিনি শুনবেন না। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি তাঁর এজলাসেই হবে। আগামী ২৯ নভেম্বর প্রাথমিক নিয়োগ মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এসএসসি মামলার। কিন্তু এজলাসে বসেই বিচারপতি জানিয়ে দেন, এসএসসি’‌র সমস্ত মামলা তিনি আপাতত শুনছেন না। আর তাই নির্দিষ্ট মামলাগুলির শুনানির তালিকা থেকে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে দেন বিচারপতি।

কেন এসএসসি মামলা শুনবেন না বিচারপতি?‌ এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি’‌র নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলায় বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। গত ৯ নভেম্বর এসএসসি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সমস্ত মামলা ফেরত পাঠিয়েছিল কলকাতা হাইকোর্টে। তার মধ্যে একটি মামলা ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে। এছাড়া এসএসসি’‌র আরও কয়েকটি মামলা। সুপ্রিম কোর্ট ওই সব মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে ফেরত পাঠিয়েছে।

আরও পড়ুন:‌ বৃহত্তর আন্দোলনে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী?‌ নেতাজি ইন্ডোরে তলব পঞ্চায়েতের পদাধিকারীদের

আর কী জানা যাচ্ছে?‌ আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলাগুলিকে তালিকা থেকে সরানো হল। সুপ্রিম কোর্ট জানায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন। সেখানেই মামলাগুলির শুনানি হবে। চাকরি থেকে বরখাস্ত করা এবং নতুন চাকরির সুপারিশ–সহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চই। আর কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এসএসসি নিয়োগ মামলা শুনবে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশিদির নয়া ডিভিশন বেঞ্চ। আগামী দু’‌মাসের মধ্যে সিবিআই–ইডিকে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

বন্ধ করুন