বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhijit Ganguly: ‘‌লড়াই শুরু করেছি, শেষ দেখে ছাড়ব’‌, ইস্তফা দিচ্ছেন না বলে সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়

Abhijit Ganguly: ‘‌লড়াই শুরু করেছি, শেষ দেখে ছাড়ব’‌, ইস্তফা দিচ্ছেন না বলে সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

আর আজ, মঙ্গলবার তা নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকালে কলকাতা হাইকোর্টে এলেও প্রথমে তিনি এজলাসে যাননি। তখনই রটে যায় ইস্তফা দিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একের পর এক রায় দিয়ে তিনি এখন আইনজীবী থেকে শুরু করে অনেকেই কাছেই আইকন হয়ে উঠেছেন। কিন্তু বিতর্ক দানা বাঁধে যখন তিনি সংবাদমাধ্যমে ইন্টারভিউ দেন। আর তা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্ট পর্যন্ত কড়া অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে বিতর্কে জড়িয়ে পড়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের মন্তব্য তাঁকে চরম অস্বস্তিতে ফেলেছে। তাতেই গুঞ্জন তৈরি হয়েছে যে, ইস্তফা দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন বিচারপতি।

এদিকে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ বিষয়টি কড়া অবস্থান জানিয়ে দেন। আর আজ, মঙ্গলবার তা নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকালে কলকাতা হাইকোর্টে এলেও প্রথমে তিনি এজলাসে যাননি। তখনই রটে যায় ইস্তফা দিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সংশ্লিষ্ট বিষয়ে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে।

অন্যদিকে এই সমস্ত গুঞ্জনের যে কোনও সত্যতা নেই সেটা এজলাসে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ। তাঁর কথায়, ‘‌কে রটাচ্ছে আমি ইস্তফা দিচ্ছি। এটা সম্পূর্ণ ভুল রটনা চালানো হচ্ছে। আমি যে লড়াই শুরু করেছি, তার শেষ দেখে ছাড়ব। ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডারের কপি এখনও আপলোড হয়নি। অর্ডার আসুক, ঠিক উত্তর দেব।’‌

আর কী বলেছেন বিচারপতি?‌ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন কিনা সেটা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে শুক্রবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট করে বলেছেন, ‘‌কোনও বিচারপতি তাঁর এজলাসের মামলা নিয়ে কখনওই সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না। এটা যদি সত্যি ঘটে থাকে তাহলে সেই সব মামলা তাঁর এজলাস থেকে অন্য এজলাসে সরিয়ে দেওয়াই ভাল।’‌ আর আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‌প্রথমে আমি আজ এজলাসে বসিনি। তাতে আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি বলে রটে গিয়েছে। তবে আমি ইস্তফা দিচ্ছি না।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন