বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘তদন্তের গতি ‌এত শ্লথ কেন?’‌ বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়ল ইডি

‘তদন্তের গতি ‌এত শ্লথ কেন?’‌ বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়ল ইডি

বিচারপতি অমৃতা সিনহা।

আজ, শুক্রবার হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারেনি সিবিআই। তারা একটু সময় চেয়েছে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী শুনানিতে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১৪ জুন মামলার পরবর্তী শুনানি। এই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। তার জন্য কেন্দ্রীয় সংস্থার ধরপাকড় সবাই দেখেছে। একের পর এক পুরসভায় হানা দিয়েছে তদন্তকারীরা। এবার সেই হানার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) রিপোর্ট পেশ করে কলকাতা হাইকোর্টে। যা দেখে একদিকে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে ভর্ৎসনার মুখে পড়ল ইডি এবং রাজ্য সরকার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট–সিবিআই এই দুই কেন্দ্রীয় সংস্থাকেই ওই মামলায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ শুক্রবার আদালতে ইডি’‌র জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতি অমৃতা সিনহা ভর্ৎসনা করে বলেন, ‘একেবারেই সন্তোষজনক নয়।’ রাজ্যকেও ভর্ৎসনা করে বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেও কেন সেই মামলা তোলা হল?‌

এদিকে আজ, শুক্রবার পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করে ইডি। সেই রিপোর্ট দেখে কার্যত ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। আর ভর্ৎসনা করে ইডির উদ্দেশে বলেন, ‘‌এই রিপোর্টে তদন্তের কোনও অগ্রগতির উল্লেখ নেই। যা রিপোর্টে লেখা, তার সবটাই আমার জানা। তাহলে পুরনো তথ্য মুখবন্ধ খামে দেওয়ার অর্থ কী? এখানে নতুন কী আছে?’‌ জবাবে ইডি’‌র আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, ‘মূল তদন্ত সিবিআই করছে। ফলে তার উপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়েছে।’‌

তারপর ঠিক কী ঘটল?‌ আজ পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডি মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় কলকাতা হাইকোর্টে। তা দেখে কার্যত অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা ভর্ৎসনা করে বলেন, ‘‌এই রিপোর্ট একেবারেই সন্তোষজনক নয়। এই রিপোর্টে নতুন কী রয়েছে সেটা পরিষ্কার নয়। রিপোর্টে উল্লেখ করা সব পদক্ষেপই আদালতের আগের নির্দেশে রয়েছে। এখানে নতুন কিছু দেখতে পেলাম না। তদন্তের গতি এত শ্লথ কেন?’‌

রাজ্যকে কেমন ভর্ৎসনা শুনতে হল?‌ এই মামলায় আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে পারেনি সিবিআই। তারা আর একটু সময় চেয়েছে। তখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী শুনানিতে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে। আগামী ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে এই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়। রাজ্য সরকারের পক্ষের আইনজীবী শীর্ষন্য বন্দ্যোপাধ্যায় এই কথা জানালে বিচারপতি অমৃতা সিনহা ভর্ৎসনা করে বলেন, ‘এটা কী! যাঁরা মামলা করছেন, তাঁরা কি বিনা পয়সায় করছেন? কাদের টাকায় এই মামলা হচ্ছে? এটা কী ধরনের অবস্থান?’‌

বাংলার মুখ খবর

Latest News

দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.