ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় কাঠকয়লা জ্বালানি ব্যবহার হয় বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আর এই বিষয়ে এবার কলকাতা পুরসভাকে সমীক্ষা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকায় কাঠকয়লা জ্বালানি ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞারও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর তার জন্য কলকাতা পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্মৃতিসৌধে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দূষণ মুক্ত রাখতে এবং ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর করতে একটি মামলার পরিপেক্ষিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুরসভাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এই অঞ্চলে অবিলম্বে একটি সমীক্ষা করতে হবে। এই সমীক্ষায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রান্না করার জন্য জ্বালানি ব্যবহার করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। পরিবেশবিদ সুভাষ দত্তের করা একটি জনস্বার্থ মামলার পরিপেক্ষিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: স্যালাইন কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়, স্বাস্থ্য দফতরের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকায় কেমন করে দূষণ রোধ করার যায় তার ব্যবস্থা নিয়ে ভাবনাচিন্তা চলছে। সামগ্রিক পরিস্থিতির উন্নত করতে কাঠকয়লা জ্বালানির বিকল্প হিসেবে কি ব্যবহার করা সম্ভব? তার রিপোর্টও জমা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকী ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে। সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সুপারিশ রিপোর্ট কলকাতা পুরসভাকে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কারণ এই মামলায় আবেদনকারীর অভিযোগ ছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল কাঠকয়লা জ্বালানি ব্যবহারের জন্য দূষিত হচ্ছে।
একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় শৌচালয় পর্যাপ্ত পরিমাণ পরিকাঠামো না থাকার জেরে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তবে এই বিষয়ে কলকাতা পুরসভার মেয়র পরিষদ হেরিটেজ ও পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার বলেন, ‘আমরা আগে থেকে কলকাতায় স্মোক লেস চুলা দেওয়ার কাজ শুরু করেছি। যেখানে কয়লা বা কাঠে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে। যথার্থ সময় আমরা সমীক্ষা রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবো। কলকাতা পুরসভা চায় ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় পে অ্যান্ড ইউজ শৌচালয় তৈরি করতে। তবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে যাঁরা দায়িত্বে আছেন তারা অনুমতি দিলেই হবে। মহামান্য কলাকাতা হাইকোর্ট তাদেরকে জায়গা দেওয়ার অনুমতি দিতে বললে সমস্যার সমাধান হয়ে যাবে।’