পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে সুপ্রিম কোর্টের জারি করা অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল না কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন রায়দান হবে ১২ মে।
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল সিবিআই ও ইডি। আদালতে তারা জানায়, SSC ও প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুরসভা নিয়োগে দুর্নীতি সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে। সেই নথির ভিত্তিতে পুর নিয়োগ দুর্নীতিরও তদন্ত করতে চায় তারা। এই মামলায় সিবিআই ও ইডিকে তদন্তের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের ওপর এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে হাইকোর্টে মামলা ফেরত পাঠায়। এর পর বিষয়টি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করে রাজ্য।
সোমবার কলকাতা হাইকোর্টে মামলাটির দীর্ঘ শুনানি হয়। রাজ্যের তরফে দাবি করা হয়, এই নির্দেশ দেওয়ার অধিকার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নেই। শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়াননি। জানিয়েছেন ১২ মে মামলার রায় দেওয়া হবে।