SSC দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা এখন কোথায়? শুনানিতে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? সঙ্গে SSC-কে তাঁর প্রশ্ন, এত কিছুর পরেও কেন অঙ্কিতার বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা গ্রহণ করেনি তারা?
বৃহস্পতিবারের পর শুক্রবারও SSC দুর্নীতিতে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে নিজাম প্যালেসে হাজির হয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী। ওদিকে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চাইলেন, কোথায় গেলেন মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ‘অঙ্কিতা অধিকারী কোথায়? আদালত নির্দেশ দিলে তিনি কি এখুনি হাজির হতে পারবেন? তাঁর বিরুদ্ধে SSC কি কোনও পদক্ষেপ করেছে? তিনি যে স্কুলে চাকরি করছিলেন সেই স্কুলেই কি চাকরি করছেন? কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি SSC?
জবাবে SSC-র তরফে জানানো হয়, যেহেতু মামলাটি বিচারাধীন তাই এব্যাপারে এখনও কোনও পদক্ষেপ করেনি তারা। ওদিকে অঙ্কিতার আইনজীবী জানান, অঙ্কিতা কোচবিহারে রয়েছেন। ফলে এই মুহূর্তে তাঁর পক্ষে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়।
এর পর বিচারপতি প্রশ্ন করেন, প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কি সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন? জবাবে তাঁর আইনজীবী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন তিনি। শুক্রবার সকালে ফের হাজির হয়েছেন সিবিআই দফতরে।
SSC দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা। অভিযোগ, পরেশের দলবদলের পুরস্কার হিসাবে মেধাতালিকায় রদবদল করে অঙ্কিতাকে ওয়েটিং লিস্টে শীর্ষে নিয়ে আসা হয়। ২০১৮ সালে নিয়োগপত্র পান তিনি। মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হন তিনি। এর পরই আদালতের দ্বারস্থ হন ওয়েটিং লিস্টে শীর্ষে থাকা ববিতা সরকার।