DA-র দাবিতে নবান্ন অভিযানের অনুমতি চেয়ে আবেদনের শুনানিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি রাজশেখর মান্থা। এদিন মামলার শুনানি চলাকালীন পুলিশকে তীব্র ভর্ৎসনা করা উচিত। এমনকী বিরোধীদের কর্মসূচিতে অনুমতি দিতে পুলিশ দ্বিচারিতা করছে বলেও জানান বিচারপতি। তিনি বলেন, এজন্যই রাজ্যে সবার নিশানা হয়ে উঠেছে পুলিশ।
DA-র দাবিতে ৪ মে হাওড়া ফেরিঘাট থেকে নবান্ন অভিযানের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল ১২ জুলাই কমিটি। সেই আবেদন খারিজ করে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় খুবই জনবহুল। ব্যস্ত সময় ১০ হাজার মানুষের জমায়েত হলে স্বাভাবিক জনজীবন ব্যহত হবে। এর পর নবান্ন অভিযানের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ‘এরমক চারটে মামলার কথা বলতে পারব যেখানে ২ দিন আগে যারা আবেদন করেছে তাদের পুলিশ অনুমতি দিয়েছে কিন্তু তার আগে যারা আবেদন করেছিল তাদের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের এই অবস্থান ঠিক নয়। আমি রোজ বলছি, পুলিশ সব থেকে খারাপ অবস্থায় রয়েছে। সবার নিশানা পুলিশ। পুলিশকে দিয়ে এমন সব কাজ করানো হচ্ছে যার জেরে তাদের ওপর মানুষের ক্ষোভ আরও বাড়ছে।’
এদিন আদালতে রাজ্যের তরফে জানানো হয়, যে এলাকায় মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে সেটি অত্যন্ত জনবহুল। তাছাড়া DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।
পালটা বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট কি আন্দোলন করতে বারণ করেছে? এই দেশে প্রত্যেকের শান্তিপূর্ণভাবে বিরোধিতার অধিকার রয়েছে।