বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সাঁইথিয়ায় বোমাবাজির ঘটনায় NIA তদন্ত হবে কি না ঠিক করবে কেন্দ্র: হাইকোর্ট

সাঁইথিয়ায় বোমাবাজির ঘটনায় NIA তদন্ত হবে কি না ঠিক করবে কেন্দ্র: হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার আদালতে জানায়, এব্যাপারে সাঁইথিয়া থানার ওসি যে রিপোর্ট পাঠিয়েছেন তা তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের হাতে।

বীরভূমের সাঁইথিয়ার বহড়াপুর গ্রামে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত হবে কি না তা ঠিক করবে কেন্দ্রীয় সরকার। সোমবার এক রায়ে এমনই জানাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত ১৫ নভেম্বর তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে বহড়াপুর গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। বোমার আঘাতে পা উড়ে যায় এক তৃণমূলকর্মীর। আহত হয় এক কিশোর।

সাঁইথিয়ার ঘটনার তদন্তভার NIA-র কাছে যাবে কি না তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার রায়ে সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার আদালতে জানায়, এব্যাপারে সাঁইথিয়া থানার ওসি যে রিপোর্ট পাঠিয়েছেন তা তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের হাতে।

গত ১৫ নভেম্বর তৃণমূলের এলাকা দখলের লড়াই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। মুড়ি মুড়কির মতো পড়ে বোমা। তাতে পা উড়ে যায় সাদ্দাম হোসেন নামে এক যুবকের। স্প্লিন্টারের আঘাতে আহত হয় এক কিশোর। পরদিন গ্রামে পুলিশি তল্লাশিতে প্রচুর বোমা উদ্ধার হয়।

যদিও তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদের জেরেই সংঘর্ষ। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।

 

বন্ধ করুন