বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দুর করা আদালত অবমাননার মামলা খারিজ

Suvendu Adhikari: পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দুর করা আদালত অবমাননার মামলা খারিজ

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

বিরোধী দলনেতার অভিযোগ ছিল, গত ৭ জানুয়ারি নেতাই গ্রামে শহিদ স্মরণে তার যোগ দেওয়ার কথা ছিল। কলকাতা হাইকোর্ট সেই কর্মসূচির অনুমতিও দিয়েছিল। এমনকি পুলিশকে তিনি আগেও সেকথা জানিয়েছিলেন। তাও পুলিশ তাঁকে ঢুকতে বাধা দিয়েছিল।

লালগড়ের নেতাই গ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে। সেই ঘটনায় ডিজির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। মামলাটি খারিজ করে দিল কলকাতায় হাইকোর্ট। আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মামলা খারিজ করে দেন। যার ফলে স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি।

বিরোধী দলনেতার অভিযোগ ছিল, গত ৭ জানুয়ারি নেতাই গ্রামে শহিদ স্মরণে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কলকাতা হাইকোর্ট সেই কর্মসূচির অনুমতিও দিয়েছিল। এমনকি পুলিশকে তিনি আগেও সেকথা জানিয়েছিলেন। তা সত্ত্বেও পুলিশ তাকে ঢুকতে বাধা দিয়েছিল। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাঁকে পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও নেতাই গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এরপরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এতদিন সেই মামলা কলকাতা হাইকোর্টে চলছিল। অনুমতি থাকা সত্ত্বেও কেন শুভেন্দুকে যেতে দেওয়া হয়নি? তা নিয়ে ডিজির কাছের ব্যাখ্যা তলব করেন বিচারপতি। তার ভিত্তিতে আদালতে ডিজি হাজিরাও দিয়েছিলেন। সেইসঙ্গে কারণ ব্যাখ্যা করেন ডিজি। এরপরেই আদালত মামলাটি খারিজ করে।

প্রসঙ্গত, ২০১১ সালে নেতাই গ্রামে গণহত্যার ঘটনা ঘটেছিল। প্রতিবছর ৭ জানুয়ারিতে শহিদ বেদিতে মাল্যদান করে আসছেন শুভেন্দু অধিকারী। চলতি বছরেও সেই মতো নেতাই গ্রামে শুভেন্দুর কর্মসূচি ছিল। তিনি নেতাইয়ে পৌঁছন। পুলিশকে আগে জানানো সত্ত্বেও পুলিশ তাকে বাধা দিয়েছিল বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি নেতারা বচসায় জড়িয়ে পড়েন। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

বন্ধ করুন