বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Lalan Sekh: লালনের মৃত্যুর তদন্তের অগ্রগতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব

Lalan Sekh: লালনের মৃত্যুর তদন্তের অগ্রগতি নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব

লালন শেখ।

আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর বক্তব্য, সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না। এক্ষেত্রে এনএইচআরসি’র যে গাইডলাইন রয়েছে তা মেনে চলছে না রাজ্যের তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের বক্তব্য, ময়নাতদন্তের আগেই লালন শেখের মৃত্যুর ঘটনায় এফআইআর হয়েছে।

বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় তদন্ত কতটা এগোলো? তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অর্থাৎ আগামীকাল শুক্রবারের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। তবে লালন শেখের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছে। তাই সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে বিচারপতি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার মামলার শুনানিতে তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর বক্তব্য, সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না। এক্ষেত্রে এনএইচআরসি’র যে গাইডলাইন রয়েছে তা মেনে চলছে না রাজ্যের তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের বক্তব্য, ময়নাতদন্তের আগেই লালন শেখের মৃত্যুর ঘটনায় এফআইআর হয়েছে। এছাড়াও তদন্তের একাধিক পদ্ধতি নিয়েও অভিযোগ করেন আইনজীবী। এর ভিত্তিতে সিবিআইকে তাদের অভিযোগ হলফনামা আকারে জমা দিতে বলেছেন বিচারপতি সেনগুপ্ত। পাশাপাশি, রাজ্যকেও আগামীকাল শুক্রবারের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলেছেন।

প্রসঙ্গত, সিবিআই হেফাজতে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যু হয়েছিল লালন শেখের। সিবিআইয়ের দাবি, তিনি আত্মঘাতী হয়েছিলেন। তবে পরিবারের অভিযোগ ছিল, তাঁকে খুন করা হয়েছে। এর পরেই সিআইডি এই ঘটনায় তদন্ত শুরু করে। যদিও লালন শেখের স্ত্রীর অভিযোগ ছিল, তাঁর স্বামীকে মৃত্যুর আগে অত্যাচার চালানো হয়েছিল। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। এমনকি তাঁর জিভ কেটে নেওয়া হয়েছিল। যদিও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই ধরনের কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তাতে জানানো হয়, গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছিল লালনের। মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন কেন আদালতে এখনও ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েনি? এর পরে তিনি বলেন, মৃত্যুর কারণ না জানা গেলে বিচার করা যায় না. তার ভিত্তিতে আগামীকাল শুক্রবারের মধ্যে মামলার কেস ডায়েরি জমা দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দেন বিচারপতি।

বাংলার মুখ খবর

Latest News

বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB কপালে তিলক কেটে গণপতির আরাধনায় মধুমিতা... ছেলে, নাতি সকলকে নিয়ে পরিবারের সঙ্গে ৭৫ তম জন্মদিন উদযাপন রাকেশ রোশনের! স্বাধীনতার সময় বয়স ছিল ১৫, চিনুন কফি হাউেসের প্রবীন এই মানুষকে… ধর্ষণের সঙ্গে চলে নারকীয় অত্যাচার, মাটিগাড়া কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা আদালতের ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস… আউট হয়ে খেপে লাল রিয়ান! প্যাডে মারলেন ব্যাট, ভ্যাবাচাকা খেলেন ধারাভাষ্যকারও শশ রাজযোগে ৫ রাশির প্রেম জীবনে আসবে সুখ সমৃদ্ধি, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বয়কট ট্রেন্ডে হাঁটল না তিন ক্লাব, দুর্গাপুজোর সরকারি অনুদান নিচ্ছে, জানান কুণাল IAS থেকে পূজা খেদকারকে বরখাস্ত করল কেন্দ্র! জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ আছে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.