সারদাকাণ্ডে প্রতারিতদের আমানত ফেরত দিতে ১ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলাটির শুনানির সময় একথা ঘোষণা করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দোল। তবে সেই কমিটি কার তত্ত্বাবধানে কবে তৈরি হবে তা এখনো জানায়নি আদালত।
সারদার উদ্ধার হওয়া টাকা আমানতকারীদের ফেরাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আদালত। মঙ্গলবার সারদাকাণ্ডের একটি মামলার শুনানি চলাকালীন টাকা ফেরাতে কমিটি গঠনের কথা ঘোষণা করেন প্রধান বিচারপতি। জানান সেজন্য ১ সদস্যের কমিটি গড়বে আদালত। প্রধান বিচারপতি জানিয়েছেন, আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোই একমাত্র লক্ষ আদালতের।
সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর আমানতকারীদের ফেরানোর জন্য ৫০০ কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের তত্ত্বাবধানে কমিটি গঠন করে সেই টাকা আমানতকারীদের মধ্যে বিলি করা হয়। তার পরও কমিশনের হাতে রয়ে গিয়েছিল প্রায় ১২৮ কোটি টাকা। সঙ্গে সারদার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে বেশ কিছু টাকা জমা রয়েছে সিবিআইয়ের কোষাগারে। সেই সব মিলিয়ে টাকা ফেরত দিতে তৎপর হল আদালত।
এর আগে রোজভ্যালি, MPS-সহ একাধিক চিটফান্ড প্রতারণায় আমানতকারীদের টাকা ফেরাতে কমিশন গড়েছিল আদালত। এবার সারদার আমানতকারীরা আশায় বুক বাঁধতেই পারেন।