বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নবম - দশমে চাকরি হারানো জালি শিক্ষকদের ঘাড় ধাক্কা দিল ডিভিশন বেঞ্চও

নবম - দশমে চাকরি হারানো জালি শিক্ষকদের ঘাড় ধাক্কা দিল ডিভিশন বেঞ্চও

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

এর ফলে নবম – দশম নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো জালি শিক্ষকদের কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেল। এখন তাদের সামনে খোলা শুধু সুপ্রিম কোর্টের দরজা।

নবম – দশম নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি থেকে ৮০৫ জনকে বরখাস্ত করার রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার ওই মামলার রায়ে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও রকম রদবদল করবে না তারা।

নবম – দশম নিয়োগ দুর্নীতিতে ৯৫২ জনের OMR শিট উদ্ধার হয়েছে। তার মধ্যে ৮০৫ জনের নম্বরে কারচুপি হয়েছে বলে স্বীকার করে নিয়েছে। এদের মধ্যে ৬১৮ জনকে ইতিমধ্যে বরখাস্ত করেছে SSC. নবম – দশম দুর্নীতিতে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেও তাদের মামলায় যুক্ত করার কোনও নির্দেশ দেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ জানায় ৮০৫ জনের ওএমআর শিট যে বিকৃত করা হয়েছে তা প্রমাণিত। তাই তাদের বরখাস্ত করতে হবে SSC-কে। এর পর SSC-র নির্দেশিকা জারি হলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারা ভুয়ো শিক্ষকরা। সেই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছিল আদালত। বুধবার রায়দান করে আদালত জানায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অপরিবর্তিত থাকবে।

এর ফলে নবম – দশম নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো জালি শিক্ষকদের কলকাতা হাইকোর্ট থেকে স্বস্তি পাওয়ার সব সম্ভাবনা শেষ হয়ে গেল। এখন তাদের সামনে খোলা শুধু সুপ্রিম কোর্টের দরজা।

 

বন্ধ করুন