বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Calcutta High Court: প্রাথমিকে ৩৬,০০০ চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ

Calcutta High Court: প্রাথমিকে ৩৬,০০০ চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ

কলকাতা হাইকোর্ট। ছবি সৌজন্য : পিটিআই (PTI)

গত শুক্রবার নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়মের দায়ে ৩৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশিক্ষিতদের বাদ দিয়ে অপ্রশিক্ষিতদের নিয়োগ করায় এই রায় দেন তিনি।

প্রাথমিকে ৩৬,০০০ চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পর্ষদ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। মঙ্গলবারই মামলার শুনানি হতে পারে।

গত শুক্রবার নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়মের দায়ে ৩৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশিক্ষিতদের বাদ দিয়ে অপ্রশিক্ষিতদের নিয়োগ করায় এই রায় দেন তিনি। সঙ্গে নিয়োগে সংরক্ষণবিধি মানা হয়নি বলে রায়ে জানিয়েছেন বিচারপতি। সঙ্গে জানান, বহিষ্কৃত শিক্ষকরা ৪ মাস চাকরি করতে পারবেন। তবে তাঁরা প্যারা টিচারের হারে বেতন পাবেন। ৩ মাসের মধ্যে শূন্যপদে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে পর্ষদকে। প্রয়োজন মনে হলে নিয়োগপ্রক্রিয়ার খরচ প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের থেকে আদায় করতে পারে সরকার।

আদালতের এই রায়ের পর সেদিন বিকেলেই সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি জানান, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাতে আইনি পরামর্শ নিচ্ছেন তাঁরা। সোমবার সকালে আদালের কাজ শুরু হতে না হতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানাল পর্ষদ। আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা দায়ের করেছেন বরখাস্ত হতে চলা শিক্ষকরাও। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে।

 

বন্ধ করুন