নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দমকলে নিয়োগ-সহ একাধিক দফতরে চাকরির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্যের উচ্চ আদালত আদৌ কি সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে! তেমনই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এই অভিযোগ প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘আদালত সত্য জানতে চায়।’ যদিও কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত করতে দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও কোনও নির্দেশ দেননি বিচারপতি। কেন্দ্রীয় সংস্থাকে এই মামলায় তদন্ত করতে দেওয়া হবে কিনা তা তিনি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি টুইট করে তাপস সাহার বিরুদ্ধে দমকল বিভাগে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছিলেন আগেই। একটি অডিয়ো ক্লিপও তিনি প্রকাশ করেছেন। সেখানে এক ব্যক্তি অপর একজনের সঙ্গে দমকল বিভাগের নিয়োগ ও টাকা লেনদেন নিয়ে আলোচনা করছেন। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বিভিন্ন সরকারি দফতর, এমনকি দমকলেও চাকরি দেওয়ার নামে তাপসের বিরুদ্ধে প্রায় ১৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক তাপসের বিরুদ্ধে। এবিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ইউসুফ আলি। মঙ্গলবার এই মামলাটির শুনানির জন্য বিচারপতি মান্থার এজলাসে ওঠে। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, তারা তাপসের বিরুদ্ধে তদন্ত করতে প্রস্তুত। তবে বিচারপতি জানান, এই ধরনের অনেক মামলার তদন্ত এখন সিবিআই করছে তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়া যাবে কিনা তা খতিয়ে দেখবে আদালত। রাজ্যের বক্তব্যও জানতে চেয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, এই মামলায় প্রথমে তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। তবে সময় মতো চার্জশিট জমা দিতে পারেনি। দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি জানান, আদালত সত্য জানতে চায়।
মামলাকারীর আইনজীবী এই দুর্নীতিতে সিবিআই বা ইডিকে দিয়ে তদন্তের আর্জি জানান। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, ইডি এবং সিবিআই এই ধরনের অনেক মামলার তদন্ত করছে। আদালত অনুমতি দিলেই তারা তদন্ত করবে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থা এই ঘটনার তদন্ত করবে কিনা তা খতিয়ে দেখবে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। ওই দিন এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আদালত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup