চিড়িয়াখানায় বিজেপির ইউনিয়ন রুম দখলকে কেন্দ্র করে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোর করে ইউনিয়ন রুম দখলের অভিযোগ এনেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল, যারা চিড়িয়াখানায় ঢুকেছিল তারা বহিরাগত। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট সিসিটিভিতে কাদের প্রবেশ করতে দেখা গিয়েছে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলাকারীর আইনজীবী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে অভিযোগ করেছিলেন, গত ২৪ জানুয়ারি ২০০ থেকে ৩০০ জন বহিরাগত ইউনিয়ন রুমে ঢুকে ভাঙচুর চালায় এবং লুঠপাট করে। তাতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছিলেন। যদিও বিচারপতির প্রশ্নের উত্তরে রাজ্যের এডভোকেট জেনারেল জানিয়েছিলেন, তাঁরা কোনও বহিরাগত ছিলেন না তারা চিড়িয়াখানারই কর্মী। তবে এই উত্তরে সন্তুষ্ট নন বিচারপতি। আদৌও তারা চিড়িয়াখানার কর্মী ছিলেন কিনা তা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি চিড়িয়াখানার অন্যন্য কর্মীদের দিয়ে তা নিশ্চিত করতে বলেছেন বিচারপতি।
কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। বিচারপতির প্রশ্ন এখন চিড়িয়াখানা বন্ধ রয়েছে তার পরেও কারা ভিতরে ঢুকেছে? নিজেকে পশুপ্রেমী বলে দাবি করে বিচারপতি জানান কোনও পশুর ক্ষতি হলে তিনি বরদাস্ত করবেন না। কলকাতা পুলিশ যে ফুটেজ সংগ্রহ করেছে তা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে দেখানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া চিড়িয়াখানার বাইরে সংগ্রহ করা ফুটেজ আলিপুর এবং ওয়াটগঞ্জ থানার পুলিশকে খতিয়ে দেখতে হবে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।