২০১৪ সালের টেটে যারা ৮২ নম্বর পেয়ে ছিলেন তাদের সফল হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দেশের শীর্ষ আদালত প্রাথমিকে নিয়োগের নির্দেশ দেওয়ার পরেই ওই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাল পর্ষদ। শনিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সমস্ত প্রার্থীরা ২৬ মে পর্ষদের অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন।
পর্ষদের তরফে জানানো হয়েছে, পাশ করা প্রার্থীদের মধ্যে যাদের প্রশিক্ষণ রয়েছে এবং নির্দিষ্ট সময়ে যারা আবেদন করেছিলেন তারাই আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে আটকে গিয়েছিল প্রায় চার হাজার শিক্ষক পদের নিয়োগ। এরপরে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারবে। তার পরের দিনই ১৬তম ধাপের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক মহলের মতে, প্রাথমিকে নিয়োগ করাটাই পর্ষদের মূল্য লক্ষ্য। তাই সুপ্রিম করত শুক্রবার নির্দেশ দেওয়ার পরেই শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০১৭ সালে টেটে ৮২ নম্বর পেয়ে পাশ করা সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীদের সফল হিসেবে স্বীকৃতি দিয়েছিল পর্ষদ। অথচ ২০১৪ সালে পাশ করার ক্ষেত্রে ন্যূনতম নম্বর ছিল ৮২। নম্বরের এই ব্যবধানের কারণে কলকাতা হাইকোর্টে আবেদন জানান ২০১৪ সালের টেট প্রার্থীরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের সফল হিসাবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দেন। যদিও এ রকম কত জন প্রার্থী থাকতে পারেন সেই হিসাব পর্ষদের কাছে না থাকলেও সংখ্যাটি হাজারের কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছিল। ফলে প্রশিক্ষণ থাকলে এবং নির্দিষ্ট সময়ে আবেদন করলে সেই সমস্ত উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ দিতে পারবেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup