বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হাইকোর্টে

এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হাইকোর্টে

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তত ১০ জন চাকরিপ্রার্থী। তাদের দাবি, ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুসারে লাইব্রেরিয়ান নিয়োগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বেশি নম্বর প্রাপকদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম নম্বর প্রাপকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ফের রাজ্যে নিয়োগ দুর্নীতির অভিযোগে দায়ের হল মামলা। স্কুলের পর এবার অভিযোগ কলেজে নিয়োগ নিয়ে। কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। আবেদনকারীদের দাবি, বেশি নম্বর প্রাপকদের বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছে কম নম্বর প্রাপকদের।

কলেজ সার্ভিস কমিশনে লাইব্রেরিয়ান পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তত ১০ জন চাকরিপ্রার্থী। তাদের দাবি, ২০১৯ সালের বিজ্ঞপ্তি অনুসারে লাইব্রেরিয়ান নিয়োগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বেশি নম্বর প্রাপকদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম নম্বর প্রাপকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। যা নিয়োগের শর্ত বিরোধী। অভিযোগ অস্বীকার করেছে কলেজ সার্ভিস কমিশন।

বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই মামলায় ২ পক্ষের কাছেই হলফনামা তলব করেছেন। নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত ও আবেদনকারীদের নম্বর হলফনামা আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শূন্যপদের সংখ্যা। নিযুক্ত ব্যক্তিদের নম্বরের বিভাজন কলেজ সার্ভিস কমিশনকে জানাতে বলেছে আদালত। ১৫ জুলাইয়ের মধ্যে হলফনামা পেশ করতে বলা হয়েছে উভয়পক্ষকে। মামলার পরবর্তী শুনানি ২১ জুলাই।

 

বন্ধ করুন