বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা স্ত্রীর

হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা স্ত্রীর

কলকাতা হাইকোর্ট

প্রথম থেকেই এই ঘটনায় পুলিশ ও সিআইডির তদন্তে অনাস্থা প্রকাশ করছে বিজেপি ও মৃত বিধায়কের পরিবার।

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্যের CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা। মামলা দায়ের করলেন নিহত বিধায়কের স্ত্রী চাঁদনি রায়। শুক্রবার স্বামীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতে মামলা করেন তিনি। 

গত সোমবার হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ। এর পর মামলার তদন্তভার CID-কে দেয় রাজ্য সরকার। ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেন CID-র গোয়েন্দারা। এখনো পর্যন্ত ঘটনায় ১ জনকে গ্রেফতার করতে পেরেছেন গোয়েন্দারা। 

যদিও প্রথম থেকেই এই ঘটনায় পুলিশ ও সিআইডির তদম্তে অনাস্থা প্রকাশ করছে বিজেপি ও মৃত বিধায়কের পরিবার। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিজেপি। এব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে আইনি পরামর্শও করছিল দল। 

শুক্রবার অবশেষে দায়ের হল মামলা। তাতে সিবিআই বা কোনও নিরপেক্ষ সংস্থার অধীনে ঘটনার তদন্ত দাবি করেছেন চাঁদনিদেবী। আগামী সপ্তাহে হাইকোর্টে মামলাটির শুনানি হতে পারে বলে খবর। 

 

 

বন্ধ করুন