বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মানিককে গ্রেফতার করতে পারলেন না কেন? ভরা আদালতে CBI-কে প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলির

মানিককে গ্রেফতার করতে পারলেন না কেন? ভরা আদালতে CBI-কে প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলির

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 

নিয়োগ দুর্নীতির তদন্তে দীর্ঘ আইনি দড়ি টানাটানির পর প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে জেরার জন্য তলব করার পর রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক।

নিয়োগ দুর্নীতির তদন্তে ফের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে মানিক ভট্টাচার্যকে দ্রুত গ্রেফতার না করায় সিবিআইকে তুমুল ভর্ৎসনা করেন বিচারপতি। বলেন, সমাজের জঞ্জাল সরিয়ে যোগ্যদের জায়গা দিন।

নিয়োগ দুর্নীতির তদন্তে দীর্ঘ আইনি দড়ি টানাটানির পর প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে জেরার জন্য তলব করার পর রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। এর পর তাঁকে আইনি রক্ষাকবচ দেয় সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে সিবিআই কোনও কড়া পদক্ষেপ করতে হবে না বলে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। যার ফলে মানিককে আর গ্রেফতার করতে পারেনি সিবিআই। এর পর মানিককে গ্রেফতার করে ইডি।

সেই ঘটনার উল্লেখ করে মঙ্গলবার এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সিবিআই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারল না কেন? কেন দেরি করলেন? ওই সময় তো তিনি সুপ্রিম কোর্টে চলে গেলেন।’ এদিন মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির এক মামলায় একথা বলেন বিচারপতি। ওই মামলায় আদালতের পর্যবেক্ষণে সিআইডি তদন্তের নির্দেশ দিতে চান বলে জানান তিনি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআইয়ের হাতে অনেকগুলো মামলা রয়েছে। তাই সিআইডিকে তদন্তভার দেওয়া যেতে পারে। প্রয়োজনে আদালতের নজরদারিতে তদন্ত হবে। যদিও সিবিআই তদন্তের দাবিতেই অনড় থাকেন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম।

এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চরম ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। ওই মামলার তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দেন তিনি। বলেন, এই মুহূর্ত থেকে তিনি কোনও ফাইল ছুঁতে পারবেন না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন