নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI। এই প্রথম তারা এই দুর্নীতির তদন্তে কারও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেও। এব্যাপারে সিবিআইয়ের তরফে কিছু জানানো না হলেও তাপস সাহার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। একটি ফোন কলের সত্যতা প্রমাণে জন্য তাপসবাবুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন - রাজভবনের বদলে মমতা বা অভিষেকের বাড়ির সামনে ধরনার প্রস্তাব দিতে পারেন শুভেন্দু
শুক্রবার সকাল ১১টায় তাপস সাহাকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল CBI. তার ১৫ মিনিট পর সেখানে পৌঁছন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তদন্তে সব রকম সহযোগিতা করব।’ তাপসবাবুর আইনজীবী জানান, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তাঁকে তলব করা হয়েছে। প্রায় ২ ঘণ্টা পর দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে আসেন তাপসবাবু। ইশারায় জানান, কাজ মিটে গিয়েছে। তাপসবাবুর আইনজীবী জানান, একটি কল রেকর্ডিংয়ের সত্যতা জানার জন্য তাপসবাবুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিয়োগ দুর্নীতিতে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ ওঠায় গত বছর তাপস সাহার বাড়ি তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁর ২টি ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তল্লাশি হয় তাপসবাবুর গাড়িতেও। কিন্তু তেমন কিছু হাতে পাননি তদন্তকারীরা। সিবিআইয়ের কাছে অভিযোগ রয়েছে, চাকরি বিক্রিতে যুক্ত ছিলেন তাপস সাহা। টাকার বিনিময়ে বহু চাকরি বিক্রি করেছেন তিনি।
পড়তে থাকুন - মন্দির অপবিত্র করার অভিযোগ, SDPO অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকল বিশ্ব হিন্দু পরিষদ
এই প্রথম নিয়োগ দুর্নীতির তদন্তে এই প্রথম কারও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। এর আগে আদালতের নির্দেশে লিপস অ্যান্ড বাউন্ডের অন্যতম কর্তা সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে তাঁর কণ্ঠস্বরের নমুনার সঙ্গে কল রেকর্ডিংয়ের কণ্ঠস্বরের মিল পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি। তবে তার পর আর তদন্তে অগ্রগতির ব্যাপারে জানাননি তদন্তকারীরা।