আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। এই ঘটনায় দোষীর মৃত্যুদণ্ড না হওয়ায় আদালত থেকে বেরিয়ে চরম হতাশা প্রকাশ করেছেনে নির্যাতিতার বাবা মা। তাঁর বলেন, সিবিআই এই ঘটনাকে বিরলতম প্রমাণ করতে পারেনি বলে ফাঁসির সাজা হয়নি। একই সঙ্গে মেয়ের সুবিচারের দাবিতে ফের পথে নামার ডাক দিয়েছেন তাঁরা।
এদিন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের নির্যাতিতার বাবা মা বলেন, সিবিআই এই ঘটনাকে বিরলতম প্রমাণ করতে পারেনি বলে আদালত ফাঁসির সাজা দেয়নি। আমাদের সঙ্গে এটা ঠিক হল না। মেয়ের সুবিচারের দাবিতে আমাদের ফের পথে নামতে হবে।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাচিতার বাবা দাবি করেন, ঘটনার দিন আমরা সাহায্যের জন্য যাদের ভরসা করে ডেকে আনলাম তারাই আমার সঙ্গে বেইমানি করল। সেদিন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও আমার এলাকার তৃণমূল কাউন্সিলরকে ডেকেছিলাম। হাসপাতালে পৌঁছে তারা আমাকে সাহায্য করার বদলে কী করে তথ্যপ্রমাণ লোপাট করা হবে তা ঠিক করতে সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করতে বসে গেল। দেড় ঘণ্টা ধরে আমাদের বসিয়ে রেখে সেসব পরিকল্পনা করেছে তারা।
নির্যাতিতার বাবা বলেন, আমরা আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করেছিলাম। আদালত সিবিআইকে তদন্ত করতে বলেছে। আমরা সিবিআই তদন্ত চেয়েছি এই বক্তব্য ঠিক নয়।
তিনি বলেন, হাইকোর্ট যখন সিবিআইকে তদন্তভার দিয়েছে তখন আমাদের প্রশ্নের জবাবও তাদেরই দিতে হবে। আমরা আদালতকে যে ৫৪টা প্রশ্ন করেছি তার উত্তর আদালত আশা করি আমাদের দেবে।