আর কর মেডিক্যালে দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে সিবিআই আধিকারিকরা চার্জশিট পেশ করেন। চার্জশিটে সন্দীপ ঘোষের নেতৃত্বেই আরজি কর মেডিক্যালে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরে ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসে। সেই সব দুর্নীতির তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তবে আরজি করে দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় যেহেতু আরজি করে চিকিৎসকের হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে তাই দুর্নীতির তদন্তও তারাই করবে।
সেই ঘটনার তদন্তে নেমে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হন সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পান্ডে। আরজি কর হাসপাতালে কী ভাবে নিয়ম কানুনের তোয়াক্কা না করে টেন্ডার বিলি চলছিল তা উঠে আসে তদন্তে।
সেসব কথা জানিয়ে শুক্রবার দুপুর সওয়া ২টো নাগাদ আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের গোয়েন্দা। ১২৫ পাতার চার্জশিটে সন্দীপ ঘোষসহ নাম রয়েছে ৫ জনের। চার্জশিটে কী ভাবে আরজি করে টেন্ডার দুর্নীতি হয়েছে ও তার মাধ্যমে অভিযুক্তরা লাভবান হয়েছেন তা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। সিবিআই চার্জশিটে স্পষ্ট জানিয়েছে, সন্দীপ ঘোষের নেতৃত্বেই দুর্নীতি হয়েছে। এছাড়া চার্জশিটে রয়েছে আশিস পান্ডে, ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিংহ ও আফসার আলি খানের নাম।