বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Recruitment Scam: তাপস মণ্ডলের অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই, কোন পথে এগোচ্ছে তদন্ত?‌

Recruitment Scam: তাপস মণ্ডলের অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই, কোন পথে এগোচ্ছে তদন্ত?‌

তাপস মণ্ডল।

তাপস মণ্ডলকে নিয়ে তদন্ত আরও বাকি। তাই সওয়াল–জবাবের সময় সিবিআই আইনজীবী বলেন, ‘‌নিয়োগ দুর্নীতির অন্যতম চক্রী হলেন তাপস মণ্ডল। ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তাতে সরাসরি যোগ রয়েছে তাপস মণ্ডলের। তাপস অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রভাবশালীদের মাধ্যমে চাকরি করেছিলেন।’‌

আগামী ৯ মার্চ পর্যন্ত তাপস মণ্ডলকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতিতে এই তাপস মণ্ডল মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই তথ্য পেয়েছিল সিবিআই। তাই এবার তাপস মণ্ডলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। তদন্তের স্বার্থেই আজ সোমবার তাপস মণ্ডলের অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দিল সিবিআই। আর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখছেন সিবিআই অফিসাররা।

কেন ফ্রিজ করা হল অ্যাকাউন্ট?‌ সিবিআই সূত্রে খবর,তাপস মণ্ডলের অ্যাকাউন্টে প্রচুর টাকা গচ্ছিত ছিল। এটা নিয়োগ দুর্নীতির টাকা বলেই মনে করা হচ্ছে। তাই সেই টাকার আয়ের উৎস জানতেই ফ্রিজ করা হয়েছে তাপস মণ্ডলের অ্যাকাউন্ট। তাপস মণ্ডলের একটি এনজিও ছিল। এক ব্যাঙ্ক থেকে আর এক ব্যাঙ্কে টাকা যেত তাপস মণ্ডলের কাছে। এত টাকা কোথা থেকে আসত এবং কে পাঠাত তা জানতেই ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্ট। তাপস মণ্ডল মামলা লড়ছেন কারণ তাঁর এনজিও’‌র টাকায় অনেকগুলি বৃদ্ধাশ্রম চলে। অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে সেগুলি টানা কঠিন।

আদালতে সিবিআই কী বলেছে?‌ তাপস মণ্ডলকে নিয়ে তদন্ত আরও বাকি। কারণ তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। তাই সওয়াল–জবাবের সময় সিবিআই আইনজীবী বলেন, ‘‌নিয়োগ দুর্নীতির অন্যতম চক্রী হলেন তাপস মণ্ডল। ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, তাতে সরাসরি যোগ রয়েছে তাপস মণ্ডলের। তাপস অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে প্রভাবশালীদের মাধ্যমে চাকরির ব্যবস্থা করেছিলেন।’‌

আর কী জানা যাচ্ছে?‌ সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাপস মণ্ডলের অ্যাকাউন্ট থেকে যে টাকা মিলেছে, তার সঙ্গে দুর্নীতির টাকার কোনও যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আর প্রথম থেকেই তাপস মণ্ডল সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন। সিবিআই তাঁকে ম্যারাথন জেরা করেছে। তারপর ১৯ ফেব্রুয়ারি গ্রেুফতার করা হয় তাপস মণ্ডলকে। সেদিন গ্রেফতার করা হয় নীলাদ্রি নামে এক মিডলম্যানকেও। আর গ্রেফতার হওয়ার পর থেকে তাপস মণ্ডল বলেন, ‘‌প্রভাবশালীদের একজনই আমায় ফাঁসিয়েছে। টাকা আমি নিইনি। কুন্তল নিয়েছিল।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন