বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Haimanti Ganguly: দামি গাড়ি থেকে দেদার পার্টি - হৈমন্তীর বিলাসবহুল জীবন নিয়ে হাতে তথ্য CBI-র

Haimanti Ganguly: দামি গাড়ি থেকে দেদার পার্টি - হৈমন্তীর বিলাসবহুল জীবন নিয়ে হাতে তথ্য CBI-র

হৈমন্তী গঙ্গোপাধ্যায়।

নয়াদিল্লির বিজয়চকে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে গোপাল দলপতি দাবি করেন, ‘হৈমন্তী আমার প্রাক্তন স্ত্রী। ২০১১ সালে প্রেম করে আমাদের বিয়ে। আমাদের ডিভোর্সের অফিশিয়াল সার্টিফিকেট এখনও আসেনি। তবে আমাদের মধ্যে সম্পর্ক ভাল।’ হৈমন্তীকে ক্লিনচিট দিয়ে তাঁর দাবি, ‘নিয়োগ দুর্নীতির সঙ্গে ওঁর দূর-দূরান্তের সম্পর্ক নেই।’

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। যদিও এই রহস্যময়ীকে ‘‌ইনোসেন্ট’‌ বলে দাবি করেছেন তাঁর স্বামী গোপাল দলপতি। কিন্তু সিবিআই তদন্তে নেমে একাধিক তথ্য হাতে পেয়েছে। তাঁর সম্পর্কে বিলাসবহুল জীবনযাপনের তথ্য সংগ্রহ করেছে সিবিআই। সেই সূত্রে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতির আর এক ‘গ্ল্যামার গার্ল’ অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তীর অনেক মিল আছে। তাঁর মতো হৈমন্তীও একজন মডেল–অভিনেত্রী। আর বিলাসবহুল জীবনযাপন করতে একাধিক পুরুষকে স্থান দিয়েছেন হৈমন্তী।

সিবিআই সূত্রে খবর, তাঁর জীবনে দামি গাড়ি, পাঁচতারা হোটেলে নিয়মিত যাতায়াত, দেদার পার্টি করার তথ্য পেয়েছে তদন্তকারী অফিসাররা। এই বিলাসবহুল জীবনযাত্রাতেই তিনি অভ্যস্ত। হৈমন্তী প্রায়ই মুম্বইয়ে যাতায়াত করতেন। সেখানে তাঁর একটি প্রযোজনা সংস্থা আছে। আর এই বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে কি রয়েছে নিয়োগ দুর্নীতির টাকা? এখন সেই খোঁজ চালাচ্ছে সিবিআই–ইডি।

আর কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা?‌ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বিষয়ে তদন্তে নেমে অফিসাররা তথ্য পেয়েছেন, কলকাতায় হৈমন্তীর কম করে ছ’টি ফ্ল্যাট আছে। তবে সবক’টি চিহ্নিত হয়নি। একটি ফ্ল্যাট রয়েছে বেহালার মুচিপাড়ায়। সেখানকার একটি আবাসনের চারতলার ফ্ল্যাটে থাকতেন হৈমন্তী ও গোপাল দলপতি। হৈমন্তী অভিনীত শেষ ছবি ‘অচেনা উত্তম’–এর প্রিমিয়ারেও গোপালের সঙ্গেই তাঁকে দেখা গিয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। যদিও নয়াদিল্লির বিজয়চকে দাঁড়িয়ে সংবাদমাধ্যমে গোপাল দলপতি দাবি করেন, ‘হৈমন্তী আমার প্রাক্তন স্ত্রী। ২০১১ সালে প্রেম করে আমাদের বিয়ে। আমাদের ডিভোর্সের অফিশিয়াল সার্টিফিকেট এখনও আসেনি। তবে আমাদের মধ্যে সম্পর্ক ভালো।’ হৈমন্তীকে ক্লিনচিট দিয়ে তাঁর দাবি, ‘নিয়োগ দুর্নীতির সঙ্গে ওঁর দূর-দূরান্তের সম্পর্ক নেই।’

আর কী জানা যাচ্ছে?‌ ইডির একটি সূত্রে খবর, প্রত্যেকদিন কমপক্ষে ১০ হাজার টাকা হাতখরচা লাগত হৈমন্তী। দু’টি দামি গাড়ি, ব্যয়বহুল পার্লারে সাজগোজ, পাঁচতারা হোটেলে লেট নাইট পার্টিতে গিয়ে টাকা খরচ করতেন হৈমন্তী। কুন্তল ঘোষ সবার নাম বলে দেওয়ায় তাঁকে জেলের মধ্যেই ধমকেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি অফিসারদের কাছে কুন্তল বলেছেন, ‘পার্থবাবু আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি কেন তাঁর নাম নিয়েছি। তুমি কি আমাকে টাকা দিয়েছিলে?’ কুন্তলের এই বয়ানও রেকর্ড করা হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বাংলার মুখ খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.