বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CBI in TMC MLA's House in RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে জেরা-তল্লাশি

CBI in TMC MLA's House in RG Kar Case: আরজি কর কাণ্ডে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে জেরা-তল্লাশি

আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা TMC বিধায়ক সুদীপ্ত রায়?

সিঁথিতে সুদীপ্তর হাসপাতালে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। গোটা চত্বরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেরা করছেন সিবিআই-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। আজ সুদীপ্তর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

আরজি কর রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা সিবিআই-এর। সিঁথিতে সুদীপ্তর হাসপাতালে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। গোটা চত্বরটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেরা করছেন সিবিআই-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। আজ সুদীপ্তর বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই সুদীপ্ত রায় পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলেরও সভাপতি। প্রসঙ্গত, বিগত প্রায় এক মাস ধরে সেই হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। সরকার এবং সুপ্রিম কোর্টের অনুরোধেও সেই কর্মবিরতি এবং আন্দোলন থামছে না। এই সবের মাঝেই সেভাবে দেখা মিলছিল না সুদীপ্ত রায়ের। রিপোর্ট অনুযায়ী, আরজি কর হাসপাতালের এত ঘটনার মাঝেও সুদীপ্তবাবুর দেখা না মেলায় চর্চা শুরু হয়েছে তাঁর দলের অন্দরেও। আর এহেন সুদীপ্তর হাসপাতাল তথা বাড়িতে পৌঁছলেন সিবিআই তদন্তকারীরা। (আরও পড়ুন: সিজার তালিকা বলছে 'আছে', পোস্টমর্টেম বলল 'নেই', রহস্য নির্যাতিতার পোশাক নিয়ে)

আরও পড়ুন: একের পর এক 'ফোল্ডার', সত্যি সন্দীপের ল্যাপটপ থেকে মিলেছে নাকি 'ওসব'?

আরও পড়ুন: 'দিদিমণির কোলে বিনীত গোয়েল দোলে', আরজি কর আন্দোলনের মাঝে বিস্ফোরক সুকান্ত

উল্লেখ্য, আদতে শ্রীরামপুরের বিধায়ক হলেও সুদীপ্ত রায় উত্তর কলকাতার সিঁথির মোড়ের বাসিন্দা। সেখানে তাঁর একটি নার্সিং হোমও রয়েছে। তবে দাবি করা হচ্ছে, সুদীপ্ত রায়কে ফোনে পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, গত বছরই আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসেছিলেন সুদীপ্ত রায়। তবে এই পদ নিয়ে বিস্তর টানাপোড়েন চলেছে। এর আগে ২০২৩ সালের প্রথম দিকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সুদীপ্তকে সরিয়ে সেখানে বসানো হয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেনকে। পরে অবশ্য অক্টোবরে ফের শান্তনুকে সেই পদ থেকে সরানো হয়। ফিরিয়ে আনা হয় সুদীপ্তকেই। (আরও পড়ুন: 'জলভাত কেস', আরজি কর কাণ্ডে ফরেন্সিক দলে ছিল ২ সিভিক ভলান্টিয়ার!)

আরও পড়ুন: আরজি কর প্রতিবাদের মাঝে CJI চন্দ্রচূড়ের নামে দেওয়াল লিখন স্বাস্থ্য ভবনের কাছে!

আরও পড়ুন: 'রাত দখলে কমছে লোক', বিস্ফোরক সুকান্ত, ডাক্তারদের শুভেন্দু বললেন, 'এভাবে হবে না'

প্রসঙ্গত, গতবছর দুর্নীতির অভিযোগ উঠতেই সন্দীপ ঘোষকে আরজি কর থেকে মুর্শিদাবাদে সরানো হয়েছিল। সেটা সেপ্টেম্বর। পরে অবশ্য সন্দীপকে ফের আরজি করের অধ্যক্ষ পদেই বহাল রাখা হয়। যা নিয়ে জলঘোলা হয়েছিল। এর পরপরই শান্তনুকে রোগী কল্যাণ সমিতির সভাপতি পদ থেকে সরানো হয়েছিল। এদিকে আরজি করের সাম্প্রতিক ঘটনায় শান্তনু 'পার্টি লাইন' থেকে বাইরে এসে বেনজির ভাবে আক্রমণ শানিয়েছিলেন আরজি করের প্রশাসনিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এই আবহে দলের কোপও পড়েছে তাঁর ওপরে। কিন্তু এত কিছুর মাঝে সুদীপ্তর দেখা মেলেনি। এদিকে সুদীপ্ত রায়ের এই 'নিরুদ্দেশ' হওয়া নিয়ে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'সুদীপ্ত রায় সবথেকে দুর্নীতিগ্রস্ত লোক। এক সময় শ্রদ্ধা করতাম। আরজি করের মেশিন নিজের নার্সিং হোমে লাগিয়েছেন। পুরোনো মেশিন আরজি করে চালান দিয়েছেন।'

বাংলার মুখ খবর

Latest News

যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে ‘চুরি’ হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন স্কুলে সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতে গ্রেফতার প্রধান শিক্ষক! রান্নাঘরে ঝগড়া, ছুরি দিয়ে স্ত্রী'র কান কেটে দেওয়ার অভিযোগ, মাথা ফাটল স্বামীর ‘বন্যাপ্রবণ এলাকা’ চিহ্নিত করা হয়নি, মমতাকে চিঠি লিখে দায়ী করলেন মোদীর মন্ত্রী কাজের কাজ কিছুই হচ্ছে না! দিল্লির দূষণ রোধে প্রশাসনের ভূমিকায় বিরক্ত শীর্ষ আদালত 'রাস্তা কঠিন' ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জবাব দিলেন দেব, ফেব্রুয়ারিতে আসছে সুখবর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.